Saturday, December 21, 2013

RISHI026@GMAIL.COM


...... মন আর আমি
লেখক : ঋষি

হাত বাড়িয়ে ছুঁয়ে দিও আমায়
ঘুম চুমু দেও চোখের পাতায়।

ঠিক এমনটি তো চেয়েছি
আর মন জানিস ভালোবেসে তোকে পেয়েছি।
পথের পর পথ ,কত পথ চলে
আমার এই ক্লান্ত জীবনে।
তুই তো আছিস ,আমায় ভালোবাসিস
আমার সাথে দিনে রাতে।

রোদ ছোঁয়া মেঘ, ব্যস্ত সকাল
একমুঠো আশা মনের বাসা।
তুই তো আছিস
আমার সাথে ,আরো কাছে।
মিশে যাওয়া বুক ,শুধু ধুকপুক
যদি তুই ছেড়ে যাস আমায়।

হাত বাড়িয়ে জড়িয়ে নিও আমায়
জড়িয়ে রেখো চোখের পাতায়।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...