Friday, December 20, 2013

RISHI026@GMAIL.COM


......প্রেমের নাম বৃষ্টি
লেখক : ঋষি

ভালোবেসে বলি ,জড়িয়ে ধরি
সংকোচে বলি ,স্পর্শ করি।

এই কিছুক্ষণ আগে যে এসেছিল
লালচে আকাশে তার ছায়া।
তার স্পর্শে ভেজানো চোখের মাটিতে
জন্মানো সতেজ আশার ফুল।
আমি ছড়িয়ে ছিটিয়ে
পরে আছি মাটিতে।

ইশ কাদা মাটি ,বুকপকেটে রাখা তোমার মুখে
কিছুটা স্তব্ধতা ,নিস্তব্ধ টাপুরটুপুর।
ভিজিয়ে দিল আমায় তোমার সাথে
আকাশ লাল করে উড়ে গেল ,উড়ে গেল
আমার হৃদয়ের চিঠি।
আর ভাঙ্গা শব্দের অভিধানে জন্ম নিল
আরেকটা নাম প্রেম ,,কষ্ট।
আর তোমাকে আমার প্রেমের নাম বৃষ্টি।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...