Tuesday, July 1, 2014

RISHI026@GMAIL.COM

আবার বৃষ্টি
.............. ঋষি

আজ ভাসবো বলে
আমার আঙ্গিনায় এসে দাঁড়িয়েছে আকাশ।
আমার প্রিয় রং আকাশের মুখে কালি
আমি ভাসবো যে
বৃষ্টি নামুক ,,,,দারুন ,,,,আমি ভাসবো।

বুকের ভিতর থেকে তোর বুকে
গড়িয়ে নামবে নোনা জল চোরা স্রোতে।
তোর চুল ছুঁয়ে ,তোর কপাল ,তোর ঠোঁট
আরো নিচে ,আরো গভীরে।
কোনো অচেনা শহরে জমা জঙ্গলে
আবার লেখা হবে হবে সেদিনের কাব্য।
পুরনো নয় ,নতুন নয়
আদিম এক স্পর্শে আমি জাগবো।
তোর বুকে থিরথিরে ঠোঁট কাঁপবে
থার্মোমিটারের পারদ চেতনার নিচে
শুধু ভাববে আর ভেসে যাবে বৃষ্টির স্পর্শে।

আজ ভাসবো বলে
আমার স্বপ্নের তুলিতে নীল রং।
ক্যানভাসে ভেসে ওঠে তোর চোখ
আমি বৃষ্টি দেখছি তোর সাথে। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...