Wednesday, July 2, 2014

RISHI026@GMAIL.COM

তোমার ঠোঁট
............. ঋষি

ঘরে ফেরার গান ,চেনা গিটার
আর সেই ঠোঁট এক কাপ চা।
বাইকে স্টার্ট ,ফাঁকা মাঠ
বিন্দাস থাকা চেনা অচেনা।

এই তো চলছে
ছেঁড়া পাঞ্জাবীর পকেটে কোঁচকানো যন্ত্রণা।
সাদা পাতায় তোমার স্পর্শ
জিন্সের হিপে রাখা চামড়ার খামে ,
তুমি আর তোমার মুখ
দূরত্ব কয়েকশো  আলোকবর্ষ।

কাটছে আরো দুরে কিছুটা যন্ত্রণা
এই পাঞ্জাবীটা আমার ভীষণ ফেভারিট
তুমি জানো ,কত কিছু।
কিন্তু এটা জানো না ,চেষ্টা করো নি কোনদিন
আমার অবেলার লোকানো কবিতায়
শুধু লোকানো স্মৃতিটুকু।

ফিরে এসেছি তোমার শহর ছেড়ে
চোখে সানগ্লাস ,লোকানো চোখ।
বাইকে স্টার্ট ,সাজানো বিন্দাস
ক্লোরোফর্মে ঢাকা তোমার ঠোঁট ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...