Saturday, December 14, 2019

ফিরে আসা শহর


ফিরে আসা শহর
... ঋষি

একদিন ঠিক ফিরিয়ে নিবি আমাকে
কমলা রঙের সকাল ,আজগুবি কোনো এক বিকেলের গল্পে
মুখোমুখি কফিকাপ।
তোর হাতে কাফকা ,আমার হাতে  শক্তি
কাটাকুটি খেলা হবে,
হার জিত  নেই ,কারণ আমি তো হেরে গেছি বহুদিন
তোর ঠোঁটের পাশে তিলের আদরে।
.
জানি না এই কবিতা কেন লিখছি
কেন আজকাল হঠাৎ দেখতে পাই সেই ফ্ৰক পড়া মেয়েটাকে
যে আকাশে উড়িয়ে দিচ্ছে টসের কয়েন
যার একপাড়ে বাঁচা ,অন্য পাড়ে মরণ।
জানি না এই কবিতা তোর শীতল শহরে হঠাৎ ছুঁয়ে যাবে কিনা
জানি না তোর দস্তানায় শেষ দাগে  ফায়ারপ্লেসের উষ্ণতা থাকবে কিনা।
শুধু জানি কিছু জন্ম মৃত্যু ছুঁয়ে থাকে
কিছু জন্ম শুধুমাত্র প্রথাগত।
.
একদিন ঠিক ফিরিয়ে নিবি আমাকে
হাজারো বছরের পরে পুরোনো কফিশপের  আদলটা বদলাবে
নাম রাখবে কেউ ফিরে আসা শহর।
কিন্তু কি বদলাবে
রিটা হাটসন কিংবা তার পেন ফ্রেন্ড  যে টরোন্টোতে থাকে
যার আসার কথা আছে আগামী কুড়িতে
যদি সে না আসে ?
সব গল্প কখনো শেষ হয় না
কিছু গল্প শেষ হয়েও বেঁচে থাকে বরফের দেশে
বরফ শরীরে রেখে যায় পুরোনো উষ্ণতা
ইফ টু পিপল লাভ ,দে উইল ফাইন্ড এ ওয়ে হাউ ইটস ওয়ার্ক।
জানতে চাই না কখনো
তোর সত্যি মনে পরে কি আমায়  ?

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...