Sunday, December 8, 2019

অলংকার


অলংকার
.... ঋষি

আপনি নিজেকে সবজান্তা মনে করেন মশাই
আপনি প্রেমিক পুরুষ ,বাঘের ছাতি ,
কিন্তু আপনি কি আদৌ জানেন
আপনার স্ত্রী ,আপনার প্রেমিকা ,আপনার নারী
সে কি ভালো আছে ?

বুঝলাম আপনি বলবেন কি আমি জানি তো কোথায় তিল আছে
কবে তার পিরিয়ডের ডেট ,
তার ব্রায়ের সাইজ আপনি জানতে পারেন
কিন্তু আপনি জানেন কি আপনার কাছে সে কতটা সুখী
আপনি বলবেন
এই তো হাসছিল আপনার সাথে
এই তো বাচ্চাদের খাওয়াচ্ছিল ,
আরে বিছানায় সেদিন শীৎকার করছিলো।

আমি বলছি
আপনার নারী  আপনাকে ,আপনার অস্তিত্বকে বাধ্য হয়ে মেনে নিয়েছে
আপনি যে বাথরুমে জলের যে শব্দ শোনেন
তার আড়ালে তার কান্নার শব্দ শুনতে পান না।
মাঝরাতে যখন আপনি তৃপ্ত কামে ঘুমিয়ে পরেন
তখন সে তার পুরোনো প্রেমিকের বুকে মুখ চিপে কান্নায় ভাসিয়ে দেয়।
আপনি জানেন তার পুরোনো প্রেমিকের কথা
 আপনার মতো টাকা ছিল না বলে আপনাকে সে বিয়ে করতে বাধ্য হলো।
কি যাতা বলছেন
কি আপনার মাথা ঠিক আছে তো ?
আসলে কি জানেন আমরা সকলে সত্যি ভালোবাসি
কিন্তু বলতে পারি না।
আমরা সকলে খাঁচার মধ্যে বাঁচি
স্বপ্ন দেখি বাঁচবার
কিন্তু বাঁচতে পারি না।
মিথ্যেকে সত্যি বানিয়ে ,সত্যকে মিথ্যে করে নাটক করি
বেঁচে থাকার
কিন্তু আপনি বলুন তো কজন সত্যিকারের বেঁচে
নাকি বেঁচে থাকাটা আজকাল অলংকার মাত্র ।


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...