Thursday, December 26, 2019

মানুষ সভ্যতা

মানুষ সভ্যতা
... ঋষি

সময়ের গভীরে রাখা লাল মাটির পথ বেয়ে
হৃদয়ের গভীর সাঁকোটা পেরিয়ে এগিয়ে যাওয়া সময়ে ,
শহরের শীত ঘুম খুলে অন্য একটা দিন
শুভ শুরুওয়াৎ
এক নতুন বছর
তোমাকে সেলাম।

মানুষ সময়কে সেলাম করেছে আজ বহুযুগ ধরে
মানুষ সময়কে উদযাপন করেছে আলোর ছটায় ,রঙের ছটায় সময়ের সাথে ,
সময় নিজেকে নষ্ট করেনি কোনোদিন
মানুষ সময়কে নষ্ট করেছে নিজের প্রয়োজনে।
নিজের অবহেলে
নিজের অকৃতজ্ঞতায়
নিজের ব্যভিচারে
আর হয়তো কিছুটা সময়ের প্রকৃতির কারণে।

মানুষ আর সময়ের মাঝখানে পুরোনো সাঁকোটা সেদিন তৈরী
যেদিন যীশু জন্মেছে প্রেম বুকে।
কংসের পৌরুষের বুকে  লেগে থাকা শীতল রক্তে
যুগে যুগে কৃষ্ণ জন্মেছে।
জন্মেছে অভিশাপ বরাবর নিয়ম মাফিক
সময়ের নামে ,ধর্মের নামে ,কালোবাজারির পেঁয়াজের নামে।
মানুষ সাক্ষী থেকেছে সময়ের
শুধু এই সময়
সেই সময়
বদলেছে অনেক কিছু মানুষ বদলায় নি। 
যীশুর ঠোঁটের গড়িয়ে নামা রক্তে বারংবার সময়ের সব্যতায় ধ্বনিত হয়েছে
প্রভু এদের ক্ষমা করো।
হয়তো আগামীতে মানুষ নামক জীবটা হৃদয় হয়ে উঠবে
হয়ে উঠবে কোনো মানুষ সভ্যতার সাক্ষী। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...