Sunday, December 8, 2019

পুতুলখেলা


পুতুলখেলা
... ঋষি

আজকাল তোমার সাথে কথা বলতে কারণ লাগে
কারণ লাগে তোমার সাথে বেঁচে থাকার।
আজকাল তোমাকে জড়িয়ে ধরতে কারণ লাগে
কারণ লাগে তোমার সাথে কথা বলার।
সব কারণগুলো যেদিন বেআব্রু হয়ে যাবে
সব কারণগুলো যেদিন অকারণ হয়ে যাবে
সেদিন কি হবে ?

সেদিন এমন ছিল না ,আজ থেকে দশ বছর আগে
হঠাৎ তুমি বুকের কাছে থুতনি ঘেঁষে বাচ্চা খুকির মতো আদর চাইতে।
সেদিন এমন ছিল না
যেদিন তুমি সদ্য পাড় ভাঙে শাড়িতে এসে হঠাৎ জড়িয়ে ধরতে
প্রশ্ন করতে আমায় কেমন লাগছে ?
সেদিন এমন ছিল না যেদিন তোমার আমার পৃথিবীটা
ঠিক স্বপ্নে জড়ানো আদরের মতো ছিল।

তারপর বাবু হলো ,
তারপর তুমি ক্রমশ ব্যস্ত তোমার সংসার ,তোমার ঠাকুরঘর ,তোমার সিঁদুর
তোমার রান্নাঘরের খুন্তি ,সব আছে
কিন্তু আমি কোত্থাও নেই।
কখন যেন আমাদের রান্নাবাটি খেলায় আমরা মানুষ পুতুল হয়ে রয়ে গেলাম
সংসারটা ক্রমশ পুতুলের।
সময় খেলছে
সময় মতো আমার  অফিস ,তোমার রান্নাবাটি খেলা সব চলছে
অথচ আমরা কোত্থাও নেই।
আজ শুধু শব্দ হয় কথা কাটাকাটি,বাসনকোসন ইট পাথরের
অথচ আমাদের সম্পর্কে প্রাপ্য কিছু নেই
নেই কিছু অবশিষ্ট
নেই কিছু জীবিত
শুধু কিছু সাজানো নিয়ম আর সমাজ ছাড়া।
   

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...