রুপোলী মাছ
.... ঋষি
সময়ের খোরপোষ দিয়ে গেছে শরীরের ধাপ
আঘাতের খবর নিয়ে গেছে অজস্র রুপোলী মাছেরা।
আর্তনাদ আর ফুপিয়ে ওঠার মাঝে
কখন যেন বুঝতে পারি না মানুষের কান্নাগুলো ব্যাকগ্রাউন্ডে থাকে
মিহি সুর
কান পেতে শুনতে হয় একলা সময়ে।
রেলওয়ে ট্রাকের পাথরের টুকরো আর্তনাদ
শোনা যায় না সময়ের ট্র্যাকে ,
অথচ আমরা কত বুঝি ,কত জানি ,জ্ঞানীগুণী চারপ্রহর
কিছুতেই মনটাকে জানতে পারি না।
রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবার পর ,কিংবা নেশার দোকান
সময়ের নেশার পাগল করে
যেমন পাগল করে কিছু ছুঁয়ে থাকা মুখ
কিছু দূরে থাকা।
নিভুনিভু সময়ের পেছনে দাঁড়ানো সময় নিশ্চুপে গিয়ে দাঁড়ায় প্রজাপতিতে
তারপর নগ্ন সময় ,শরীর ,সংসার।
তারপর সময় চলে যায় উড়ন্ত সেই রুপোলী মাছের স্বপ্নে
বাস্তবের রসুইঘরে মাছ রান্না হয় তেলেসর্ষে।
ঝলসে ওঠা সময় ,তক্তপোষ ,বিছানা বালিশ
মধ্যাহ্নে ওঠা সূর্যের দৈনন্দিন অধঃপতন।
কোনটা সত্যি ,কেন সত্যি আমরা জানি
কোনটা নয় সেটাও জানি।
জানি না কোনো অজান্তে দেখা হয়ে যাওয়া মায়াবী চোখ
অন্ধকার থেকে হেঁটে আসা হরিদ্রাভ প্রেম
কখন যেন
রুপোলী মাছ হয়ে চোখে লাগে
জন্ম দেয় লোভ
বাঁচার ইচ্ছায়।
.... ঋষি
সময়ের খোরপোষ দিয়ে গেছে শরীরের ধাপ
আঘাতের খবর নিয়ে গেছে অজস্র রুপোলী মাছেরা।
আর্তনাদ আর ফুপিয়ে ওঠার মাঝে
কখন যেন বুঝতে পারি না মানুষের কান্নাগুলো ব্যাকগ্রাউন্ডে থাকে
মিহি সুর
কান পেতে শুনতে হয় একলা সময়ে।
রেলওয়ে ট্রাকের পাথরের টুকরো আর্তনাদ
শোনা যায় না সময়ের ট্র্যাকে ,
অথচ আমরা কত বুঝি ,কত জানি ,জ্ঞানীগুণী চারপ্রহর
কিছুতেই মনটাকে জানতে পারি না।
রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবার পর ,কিংবা নেশার দোকান
সময়ের নেশার পাগল করে
যেমন পাগল করে কিছু ছুঁয়ে থাকা মুখ
কিছু দূরে থাকা।
নিভুনিভু সময়ের পেছনে দাঁড়ানো সময় নিশ্চুপে গিয়ে দাঁড়ায় প্রজাপতিতে
তারপর নগ্ন সময় ,শরীর ,সংসার।
তারপর সময় চলে যায় উড়ন্ত সেই রুপোলী মাছের স্বপ্নে
বাস্তবের রসুইঘরে মাছ রান্না হয় তেলেসর্ষে।
ঝলসে ওঠা সময় ,তক্তপোষ ,বিছানা বালিশ
মধ্যাহ্নে ওঠা সূর্যের দৈনন্দিন অধঃপতন।
কোনটা সত্যি ,কেন সত্যি আমরা জানি
কোনটা নয় সেটাও জানি।
জানি না কোনো অজান্তে দেখা হয়ে যাওয়া মায়াবী চোখ
অন্ধকার থেকে হেঁটে আসা হরিদ্রাভ প্রেম
কখন যেন
রুপোলী মাছ হয়ে চোখে লাগে
জন্ম দেয় লোভ
বাঁচার ইচ্ছায়।
No comments:
Post a Comment