Thursday, December 5, 2019

রাজদ্বীপ(২)


রাজদ্বীপ(২)
.... ঋষি

সকলেই চলে যায়
যেমন চলে গেছে রাজদ্বীপ ,দেখতে দেখতে আটমাস প্রায় ,
কি ফুরোলো ,কে ফুরোলো
আজ সত্যি মনে পড়ছে না ,
মনে পড়ছে শুধু রাজদ্বীপ খুব সুন্দর হাসতো ,
একটু বদমেজাজী
তবুও তো বন্ধুই ছিল।

আচ্ছা প্রত্যেকটা চলে যাওয়া যদি দ্বিতীয় সুযোগ পেত
আরেকবার বেঁচে আসার।
ধরুন আপনি মরে গেছেন ঠিক
কিন্তু আপনার একটা সুযোগ আছে ফিরে আসার
নির্দিষ্ট একটা সময়ের পর ,
কেমন হতো।
তবে রাজদ্বীপ ও ঠিক ফিরে আসতো
এই সব লোক দেখানো শ্রাদ্ধ শান্তি ,গলায় সাদা ফুলের মালা ,ধূপধুনো
সব মিথ্যা তখন।

সকলকেই চলে যেতে হয়
কিন্তু সত্যি যদি রাজদ্বীপ একটা নির্দিষ্ট সময়ের পর আবার ফিরে এসে বলে
কি রে কেমন আছিস তোরা ?
আমাকে ছাড়াও বেশ চালাচ্ছিস  তোদের পার্টি ,তোদের আড্ডা
এইবার সুদে আসলে আসুক করবো।
আর রাজদ্বীপের বাড়িতে সেদিন উৎসব
সারা বাড়ি সাজানো হয়েছে রঙিন আলোয় ,ডেকোরেটার্স বাঁশ পুঁতছে
নতুন কেক কাটবে রাজদ্বীপ।
আমরা বন্ধুরা রাজদ্বীপকে ঘিরে চিৎকার করছি
ওকে বলছি এইবার একটা রিয়েল সেলিব্রেশন  চায় বস ,
কেমন হত এমন হলে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...