Saturday, December 21, 2019

তোমায় চায়


তোমায় চায়
..... ঋষি

এত মুখ
চিনতে পারছি ,নাম মনে করতে পারছি না,
ডিমেনশিয়া নাকি
না না এগুলো সব ভালোবাসার চিতা।
পাথরে আঁচড় টানছি এক ,দুই ,তিন। ..সাতচল্লিশ ,আটচল্লিশ ,ইনফিনিটি
পর পর সরে যাচ্ছে সময়
হিসেব মেলাতে  পারি নি।

কত চোখ ,সবগুলো চেনা ,তাকাতে পারছি না
সময় বললো এগুলোকে ভালোবাসা বলে।
এগিয়ে আসছে ঠোঁট ,তারপর আবার লাইনদিয়ে দাঁড়িয়ে
নরম নরম মাংস
সর্বনাশ
চুম্বন
আর পারছি না দমবন্ধ ,সব বন্ধ
নিকুচি ভালোবাসা।

এই সংখ্যাগুলোকে ছাড়াই এইবার ভালোবাসতে চাই অন্তত একবার
হাত ধরতে চাই ,এগিয়ে যেতে চাই
তারপর মুখস্থ নেই।
তারপর মনে রাখতে চাই না অনেক কিছু
খোলা আকাশের গায়ে লেখা থাক
অজানা নেশা।
এক ,দুই ,তিন। ..সাতচল্লিশ ,আটচল্লিশ ,ইনফিনিটি
সব দ্বিতীয় নয়
প্রতিটা প্রথমে আমার তোমায় চায়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...