Tuesday, December 31, 2019

সত্যি বলতে নেই


সত্যি বলতে নেই
.... ঋষি

কি হলো দুঃখ হচ্ছে
কি ছেড়ে গেলে ,কি ভুলে গেলে।
দুঃখ হচ্ছে সীমান্ত পেরিয়ে সমবায়ুতে বাড়তে থাকা ভুলগুলো ,
কোথাও দীর্ঘশ্বাস ফেলছে কি ?
বছর শেষে সেলফিতে মুখটা কি ঠিক করে দেখেছো
কি হলো চিনতে পারছো তো ?

শুনেছি পৃথিবীর উষ্ণতা কমে গেলে
বাড়তে থাকে শরীরে ধাপ ,প্রতিটা স্তরে মানুষের আগুন খোঁজে।
একবার খোঁজ নিয়েছো
এই বছরে ক জন আত্নীয় জন্মালো তোমার আর ক জনের মৃত্যু হলো।
 তুমি কি জানো  এই বছরের শেষে
তুমি কোথায়  দাঁড়িয়ে ,ক বার তোমার মৃত্যু হয়েছে নকল বাঁচার ফাঁকে ?
কবর থেকে উঠে এসে
তুমি  জন্মালে কবর।

কি বলছি ?
কেন বলছি ?  কি উঠে আসছে এই কবিতায়।
আসলে আমি সাহস করে শেষ না হওয়া একটা উপপাদ্য খুলছি
খুলছি পেঁয়াজের খোসায় বাড়তে থাকা আতংক।
মানুষের আতংক
একটা প্রশ্ন করছি ক বার তুমি এই বছরের বাতাসের বিরুদ্ধে দাঁড়ালে।
হিন্দু -মুসলিম -শিখ -খ্রিশ্চান
কারা গেলো চলে ,কারা গেলো রয়ে ?
তোমার মা
কিংবা ত্রিশুলের মুখে শুয়ে লাল রাষ্ট্র। 
কি যাতা
মানুষ শিখে গেছে
বাঁচতে বাঁচতে মরতে ,নিঃশ্বাসে বিষ ভরতে
আর প্রতিবাদ শব্দের নাটকে বিশ্বাস করতে সত্যি বলতে নেই। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...