Tuesday, December 31, 2019

সত্যি বলতে নেই


সত্যি বলতে নেই
.... ঋষি

কি হলো দুঃখ হচ্ছে
কি ছেড়ে গেলে ,কি ভুলে গেলে।
দুঃখ হচ্ছে সীমান্ত পেরিয়ে সমবায়ুতে বাড়তে থাকা ভুলগুলো ,
কোথাও দীর্ঘশ্বাস ফেলছে কি ?
বছর শেষে সেলফিতে মুখটা কি ঠিক করে দেখেছো
কি হলো চিনতে পারছো তো ?

শুনেছি পৃথিবীর উষ্ণতা কমে গেলে
বাড়তে থাকে শরীরে ধাপ ,প্রতিটা স্তরে মানুষের আগুন খোঁজে।
একবার খোঁজ নিয়েছো
এই বছরে ক জন আত্নীয় জন্মালো তোমার আর ক জনের মৃত্যু হলো।
 তুমি কি জানো  এই বছরের শেষে
তুমি কোথায়  দাঁড়িয়ে ,ক বার তোমার মৃত্যু হয়েছে নকল বাঁচার ফাঁকে ?
কবর থেকে উঠে এসে
তুমি  জন্মালে কবর।

কি বলছি ?
কেন বলছি ?  কি উঠে আসছে এই কবিতায়।
আসলে আমি সাহস করে শেষ না হওয়া একটা উপপাদ্য খুলছি
খুলছি পেঁয়াজের খোসায় বাড়তে থাকা আতংক।
মানুষের আতংক
একটা প্রশ্ন করছি ক বার তুমি এই বছরের বাতাসের বিরুদ্ধে দাঁড়ালে।
হিন্দু -মুসলিম -শিখ -খ্রিশ্চান
কারা গেলো চলে ,কারা গেলো রয়ে ?
তোমার মা
কিংবা ত্রিশুলের মুখে শুয়ে লাল রাষ্ট্র। 
কি যাতা
মানুষ শিখে গেছে
বাঁচতে বাঁচতে মরতে ,নিঃশ্বাসে বিষ ভরতে
আর প্রতিবাদ শব্দের নাটকে বিশ্বাস করতে সত্যি বলতে নেই। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...