Tuesday, December 10, 2019

বিষাক্ততা


বিষাক্ততা
.... ঋষি

পাশাপাশি থরে থরে নিথর দেহ
নেই কোনো বুলেটের দাগ ,নেই কোনো রক্ত শরীরে
শ্বাস নিচ্ছে ,হাঁটতে চলছে
প্রয়োজনে কথা বলছে ,হাসছে ,কাঁদছে
অথচ মৃতদেহ।
.
ওদের চোখে শুয়ে আছে স্বপ্ন
প্রত্যেকটা মৃত
অগণিত প্রেমের মৃত দেহ।
ওদের প্রত্যেকের  চোখে আঁকা হাজার দিনের বেঁচে থাকা
ঠোঁটে না বলতে পাওয়া অসহায়তা
পাশাপাশি শুয়ে ওরা একই আকাশের তলায় ,অজস্র নক্ষত্রের নিচে
নক্ষত্র বৃষ্টি দেখছে,
শ্বাস নিচ্ছে তবু ,বিষাক্ত মৃতদেহ।
.
ওদের বিষাক্ততার শেষ নেই
শরীরে কটু গন্ধ ,হৃদয়ের অজস্র ক্ষত ,মরা পচা প্রতিদিন
দুঃসহ না বলা।
ভালোবাসা ঘন হলে মোহের প্রলেপ ,বেঁচে থাকার প্রলেপ
ভালোবাসা মৃতদেহ হলে ,মৃত্যুর প্রলেপ ,শ্মশানের মৃত গন্ধ।
কিন্তু কোনো রক্ত নেই
কোনো শব্দ নেই ,নিঃশব্দ যেন কোনো মৃত বাঁচা।
.
কাকে বলছি ,কেন লিখছি ?
আপনারা কি বুঝছেন ,ভালোবাসা না মৃতদেহ ?
চোখ আগলে দেখুন ,দেখুন চোখ খুলে
ভালোবাসা অপরাধ না ,অপরাধ ভালোবাসার মানুষটার মৃত্যুর।
অপরাধ সময়ের ক্যানভাসে বাড়তে থাকা  সাবানের ফেনায়
প্লিস ভালোবাসুন
তবে  বুদ্বুদকে স্বপ্ন বলে ভাববেন না
ভাববেন না ভালোবাসা অপরাধ।
  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...