Sunday, December 15, 2019

পরিচয়পত্র

পরিচয়পত্র
.... ঋষি

পরিচয়পত্র জানতে চেয়ো না
সব গল্প শেষ হয়ে গেলে
পরে থাকে দীর্ঘশ্বাস ,আর কিছু শীতের শুকনো পাতা ,
চামড়ার শুষ্কতা
সুতরাং কোল্ডক্রিম ,ভেষজ তেল সম্বল।

কিভাবে জন্ম হয়েছিল মানুষের
তবে আদমের সন্তানের বিষফল খাওয়াটা আজও সত্যি ,
বিষ থাকলে বিষক্রিয়া থাকবে
থাকবে বদহজম ,থাকবে পেট ব্যাথা ,থাকবে কন্ডোম
প্লিস কন্ডোম কন্ডোম বোলো না জনসমক্ষে
রাষ্ট্র নিতে পারবে না দেশভাগের প্রসব যন্ত্রনা। 
ইনজেকশন নিয়ো নিয়মিত
সত্যি  বোলো না ,বলতে নেই
জন্ম মিথ্যা হলে ,সত্যি অনিয়মিত হয় সর্বদা ।

উফস আবার ফিরে যাওয়া
বিশ্বাস করো আমি ফিরে যেতে চাই নি চৌষট্টিতে ,
প্রতারক যদি ঈশ্বর হয়ে যায় তবে ধ্বংস নিশ্চিত মানুষ সভ্যতার।
চিঠি লিখেছি জুলিয়াস সিজারকে
তিন তিনবার ফেরত পাঠালো ভদ্রলোক সম্রাট হওয়ার সুযোগ ,
অথচ  মানুষ সম্রাট চায় নি কখনো
চায় নি দাঙ্গা ,ধর্ষণ ,অনিয়মিত মুদ্রাস্ফীতি।
মাইকে ভেসে আসছে কোনো এক দল  শুয়োরের শব্দ ,
মানুষ রাষ্ট্র চেয়েছিল
চেয়েছিল ধর্ম   মনুষত্ব
অথচ মানুষ আজ সাবাসি তে ব্যস্ত
পিতৃ পরিচয়ের বিড়ম্বনা। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...