Wednesday, December 4, 2019

কেমন হতো বলুন তো


কেমন হতো বলুন তো
.... ঋষি

যদি যন্ত্রণাগুলো আকাশের মেঘে বৃষ্টি হয়ে নামতো
আপনি ভিজতেন
অনেকেই ভেজেন
তারপর পোশাক বদল করে নিলে সব কষ্ট শেষ
কেমন হতো বলুন তো ?

যদি পথ চলতি হঠাৎ দেখা হয়ে যাওয়া পুরোনো তুমিটা
জড়িয়ে ধরে কানের কাছে বলতো " ভালোবাসি "
কেমন হতো বলুন তো ?

কেমন হতো যদি দশবছরের পুরোনো প্রেম ছাড়াছাড়ি হবার পর
হঠাৎ আপনার সাজানো সংসারে এসো বলতো
ভুল করছি ,ফিরে আসতে চাই
কেমন হতো বলুন তো ?

 যদি প্রতিদিন মুখ বুজে সহ্য করা শ্বাশুড়ির  কটূক্তিকে
কোনো মেয়ে ঘুরে দাঁড়িয়ে উল্টে খিস্তি করতো
কেমন হতো ?

কেমন হতো কোনো মদ্যপ স্বামী একদিন নেশা করে মাঝরাতে  ফিরে
দেখতো  তার স্ত্রী অন্য কোন প্রেমিক পুরুষের সাথে সঙ্গমে রত ?

ধরুন একটি মেয়ে একলা হাঁটছে
কতোগুলো বখাটে ছেলে প্রতিদিন তাকে কটূক্তি করছে ,খারাপ কথা বলছে
সে যদি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বন্দুক বের করে বলে
পরদিন এই রাস্তায় দেখলে শুট করে দেব
কেমন হত ?

এই সাজানো ধর্মনিরেপেক্ষ   পোড়া  দেশে
যদি হঠাৎ মানুষ ছাড়া কোনো ধর্ম না থাকতো
সাদা ,কালো লাট চুকে গিয়ে সকলেই মানুষ তখন
কেমন হতো?

যদি একদিন চালচুলোহীন সন্তানের লাথি খাওয়া বৃদ্ধ মানুষগুলো
হঠাৎ জোয়ান হয়ে তাদের সন্তানের মুখের সামনে দাঁড়াতো
কেমন হতো ?

ভালো লাগে ভাবতে
যদি কোনোদিন মানুষের নকল শহরগুলো হারিয়ে গিয়ে সবুজ হয়ে যায় ,
যদি সেই সবুজ শহরের মানুষগুলো নিজেদের চিনতে পারে
মানুষগুলো  সেদিন যাতে সত্যি বলতে পারে
করতে পারে সত্যি প্রতিবাদ। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...