Tuesday, December 3, 2019

গভীর শব্দ

গভীর শব্দ
.... ঋষি

মিথ্যা বলতে পারি না
তাই ছাপতে দি না আমার জন্মগুলো বাজারি ভালোবাসায়।
ছন্দ ,স্থবিরতা
চল্লিশ ছুঁই ছুঁই অভিজ্ঞতার চুইংগাম চিবিয়ে
আমি আবৃত্তি করতে পারি না আমার গত যৌবন ।
সত্যি বলতে কি
আজকাল শিরদাঁড়ায় ব্যাথা
তাই সোজা ভাবে দাঁড়াতে পারি না রাষ্ট্রে ভর  করে।

বহুদিন তুমুল নেশা করে শুয়ে থাকিনি কোনো সমুদ্রের পারে
মাঝরাতে সমুদ্রের গভীর শব্দে
সারা গায়ে বালি মেখে কবিতা লিখি নি পাগলের মতো।
আজকাল আর জোর পাই না
শব্দে ,বেঁচে থাকায় ,একা থাকায় ,কিংবা না জন্মানো কবিতায় ,
আজ বহুদিন
আমার নোনতা জলে ডুবে থাকা কবিতাদের মৃতদেহ আগলে
আমি শব্দহীন।

মিথ্যা বলতে পারি না
তাই বহুদিন আমি লিখি নি  কোনো প্রেমের কবিতা।
প্রেমিকার খোলা বুকে তাই আজকাল আঁকিবুঁকি
অথচ ছবি আঁকতে পারি না।
সুনীলদার মতো লিখতে পারি
" এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি, নীরা "
চলন্তিকাকে উৎসর্গ করে চিৎকার করতে পারি না
ভালোবাসি তাই।
শুধু আমি শ্মশানের ছাইয়ে বসে থাকা মৃত শব
সব মিথ্যে মনে হয় ,
মৃত সব
এমনকি কবিতা তোমাকেও আজকাল
প্যানপ্যানানি কান্না মনে হয়।


No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...