পায়ের শব্দ
.... ঋষি
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে
সময়ের বাসে এইমাত্র চলে গেলো বেঁচে থাকা।
ফেলো গেলো পানের পিক ,থুথু ছেটানো বাসস্ট্যান্ড ,ঝালমুড়িওয়ালা
আগামীর বাস
আর বাঁচতে চাওয়া।
বিষণ্ণ কালি মেখে সময়ে ফিরে আসি
ফেলে আসি পুরোনো চায়ের ভাঁড়ে মিশে থাকা ঠোঁটের লিপস্টিক।
বিদায় এইভাবে লুকোনো বাস স্ট্যান্ডে
মনখারাপ ছেড়ে যায় ,
বিকেলের পাখিগুলো দল বেঁধে ক্রমশ হারিয়ে যায় আকাশের গভীরে
বেশ লাগে
ভালো লাগে
পাখিদের শুভেচ্ছা ,ইচ্ছের ঘরে।
জীবন এগিয়ে যায়
না চাইতে জীবন ছেড়ে চলে যায় প্রত্যেকটা বিদায়ে ,
বাসস্ট্যান্ড ,ট্রেনের হুইসেল ,ফেরির শব্দ
আমি দাঁড়িয়ে থাকি ,
আমি শুনতে থাকি
চলে যাওয়া পায়ের শব্দ।
সকলে মনে করে পায়ের শব্দ বোধহয় ক্রমশ ক্ষীণ হতে হতে হারায়
আসলে এই পৃথিবীতে হারায় না কোনো শব্দ
কোনো শব্দ আসলে হারাতে পারে না
থেকে যায়
বুকের ভিতর
হঠাৎ বিষন্নতায়।
.... ঋষি
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে
সময়ের বাসে এইমাত্র চলে গেলো বেঁচে থাকা।
ফেলো গেলো পানের পিক ,থুথু ছেটানো বাসস্ট্যান্ড ,ঝালমুড়িওয়ালা
আগামীর বাস
আর বাঁচতে চাওয়া।
বিষণ্ণ কালি মেখে সময়ে ফিরে আসি
ফেলে আসি পুরোনো চায়ের ভাঁড়ে মিশে থাকা ঠোঁটের লিপস্টিক।
বিদায় এইভাবে লুকোনো বাস স্ট্যান্ডে
মনখারাপ ছেড়ে যায় ,
বিকেলের পাখিগুলো দল বেঁধে ক্রমশ হারিয়ে যায় আকাশের গভীরে
বেশ লাগে
ভালো লাগে
পাখিদের শুভেচ্ছা ,ইচ্ছের ঘরে।
জীবন এগিয়ে যায়
না চাইতে জীবন ছেড়ে চলে যায় প্রত্যেকটা বিদায়ে ,
বাসস্ট্যান্ড ,ট্রেনের হুইসেল ,ফেরির শব্দ
আমি দাঁড়িয়ে থাকি ,
আমি শুনতে থাকি
চলে যাওয়া পায়ের শব্দ।
সকলে মনে করে পায়ের শব্দ বোধহয় ক্রমশ ক্ষীণ হতে হতে হারায়
আসলে এই পৃথিবীতে হারায় না কোনো শব্দ
কোনো শব্দ আসলে হারাতে পারে না
থেকে যায়
বুকের ভিতর
হঠাৎ বিষন্নতায়।
No comments:
Post a Comment