যোগ্যতা
........ ঋষি
মানুষের যোগ্যতা একটা বড় প্রশ্ন
প্রশ্ন সময়ের দরজায় কোথায় আপনার জন্ম ?
ভেবে দেখুন
আপনার পদবীটা আপনাকে শুধু বর্ণান্ধ হওয়া থেকে আটকায় না
বাঁচিয়ে দেয় আপনার পিতার যোগ্যতা আপনি ফুটপাথে কিনা
কিনা কোনো দিন আনা মুটে।
.
খেটে খাচ্ছেন এতে অসুবিধা নেই
আজকাল তো প্রায়ই শুনি মুচির ছেলে ডাক্তার হয়েছে
কিন্তু একবার প্রশ্ন করবেন সেই ছেলেকে
সেই ডাক্তার হওয়ার পথটা।
হয়তো আপনি হবেন ,আপনার যোগ্যতা কি হবে
এটা আপনি স্থির করতে পারেন,
কিন্তু অদ্ভুত ব্যাপার এই ব্যাপারে সময় ঠিক মাথা গলাবে
দুচারটে বাজে কথা আপনাকে শুনতেই হবে।
.
যোগ্যতা একটা বড় প্রশ্ন আজকের বাজারে
আপনি ঠিক কত টাকা ইনকাম করেন ,আপনার নিজস্ব গাড়ি বা ফ্ল্যাট আছে কিনা
পাত্রীপক্ষের কাছে খুব জরুরি ,
কিন্তু কোনদিন কেউ জানতে চাইবে না
আপনি মানুষটা কেমন।
আপনার যোগ্যতা নেই বলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে রিজেক্ট করতে পারে
আপনার যোগ্যতা নেই বলে সমাজ আপনাকে শুয়োরের বাচ্চা বলতে পারে
বলতে পারে একটা ছ বছরের শিশুকে
তোর এই বাবা তোকে ভালোবাসে তো।
আপনার পদবি ,ব্যাংকব্যালান্স ,আপনার হাইট এগুলো প্রমান করে যোগ্যতা
কিন্তু আপনি মানুষ হিসেবে কতটা যোগ্য
কেউ জানতে চায় না কখনো।
........ ঋষি
মানুষের যোগ্যতা একটা বড় প্রশ্ন
প্রশ্ন সময়ের দরজায় কোথায় আপনার জন্ম ?
ভেবে দেখুন
আপনার পদবীটা আপনাকে শুধু বর্ণান্ধ হওয়া থেকে আটকায় না
বাঁচিয়ে দেয় আপনার পিতার যোগ্যতা আপনি ফুটপাথে কিনা
কিনা কোনো দিন আনা মুটে।
.
খেটে খাচ্ছেন এতে অসুবিধা নেই
আজকাল তো প্রায়ই শুনি মুচির ছেলে ডাক্তার হয়েছে
কিন্তু একবার প্রশ্ন করবেন সেই ছেলেকে
সেই ডাক্তার হওয়ার পথটা।
হয়তো আপনি হবেন ,আপনার যোগ্যতা কি হবে
এটা আপনি স্থির করতে পারেন,
কিন্তু অদ্ভুত ব্যাপার এই ব্যাপারে সময় ঠিক মাথা গলাবে
দুচারটে বাজে কথা আপনাকে শুনতেই হবে।
.
যোগ্যতা একটা বড় প্রশ্ন আজকের বাজারে
আপনি ঠিক কত টাকা ইনকাম করেন ,আপনার নিজস্ব গাড়ি বা ফ্ল্যাট আছে কিনা
পাত্রীপক্ষের কাছে খুব জরুরি ,
কিন্তু কোনদিন কেউ জানতে চাইবে না
আপনি মানুষটা কেমন।
আপনার যোগ্যতা নেই বলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে রিজেক্ট করতে পারে
আপনার যোগ্যতা নেই বলে সমাজ আপনাকে শুয়োরের বাচ্চা বলতে পারে
বলতে পারে একটা ছ বছরের শিশুকে
তোর এই বাবা তোকে ভালোবাসে তো।
আপনার পদবি ,ব্যাংকব্যালান্স ,আপনার হাইট এগুলো প্রমান করে যোগ্যতা
কিন্তু আপনি মানুষ হিসেবে কতটা যোগ্য
কেউ জানতে চায় না কখনো।
No comments:
Post a Comment