Tuesday, December 3, 2019

ডার্কনেস হ্যাভ এ সলিড কালার


ডার্কনেস হ্যাভ এ সলিড কালার
... ঋষি

আমার বাবার হাতে গিটার
পুরোনো সেই দিনের কথা ,অজস্র অগোচরে।
গিটারে লেখা একটা বেদনা তার ফেলে যাওয়া স্ত্রীর
গিটার বাজছে ,
ছড়িয়ে পড়ছে পুরোনো স্মৃতি ,বাসরঘর ,রজনীগন্ধা
ঝগড়ার দাগ ,দুটো বালিশ ,সিঁদুরের ডিবে আর সন্তান।
চুপচাপ
তবু শব্দ হচ্ছে  বুকের ভিতর
সময়ের দাগ।

সামাজিক দৃশ্য
দর্শনে লেগে থাকা ভিড় ,
আমার বাবা গিটার বাজাচ্ছে পুরোনো সেই দিনের কথা
ছড়িয়ে পড়ছে সমাজ
আরো ছড়াচ্ছে আইন ,
মৃতদেহ
ডিভোর্স আজ আটাশ বছর।

আমার বাবার হাতে গিটার
সেই পুরোনো দিনের কাঠে লেগে যাওয়া ঘুন ,
ঘুন পোকা  কাটছে  সময়
দ্রুত বদলাচ্ছে ,বাবার মাথায় আজ সব সাদা চুল।
আমার মা ব্যস্ত
নতুন সংসার ,নতুন বর
হ্যা হ্যা নতুন সন্তান ,সব নতুন।
আর বাবা গিটার বাজাচ্ছে পুরোনো সেই দিনের কথা
ছড়িয়ে পড়ছে রক্ত ,পুঁজ ,নর্দমা
আর শহীদ সমাজ,
মৃতদেহ
আর তার মৃত সন্তান
পৃথিবী সবুজ ,সবুজ দৃষ্টিতে পৃথিবী আরো সবুজ
কিন্তু অন্ধকার
ডার্কনেস হ্যাভ এ সলিড কালার। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...