Thursday, December 26, 2019

চারটে অক্ষর

চারটে অক্ষর
.... ঋষি

চারটি  অক্ষর চুরি হয়ে যাওয়া জীবন
এমন আমি অনেককে চিনি ভালোবাসার অহংকারে
 চিনতে পারে নি শববাহী ঐতিহ্যশালী সেই গাড়িটাকে।
ঘোড়ায় টানা ট্রেন হারিয়েছে যে শহরে
সেই শহরে ভালোবাসার গাছ পুঁততে সবুজ স্পর্শ  করতে হয়
ডিক্লিয়ার করতে হয় ভালোবাসার দিন।

অধ্যুষিত মানুষ
নিজেদের সভ্যতায় শহর লিখে চলেছে সময় হারানোর দৃষ্টান্ত।
শহরের গা দিয়ে বয়ে চলেছে পবিত্র প্রাচীন নদী
নদীর ভিতর জন্মানো প্রতিটা বীজাণু সাক্ষী হারানো ভালোবাসার।
আশ্চর্য রঙিন শোক
শহরের চোখের কাজলে লেগে আজ শুধু রাস্তায় দাঁড়ানো কিছু নগ্নতা।
মানুষের হাতের ফাঁকে
মানুষের  ছায়ারা বুদ্বুদের মতো অসীম সীমান্তে
বিকেলের আলোর মতো ভালোবাসা হারাচ্ছে শহর থেকে।

মানুষের জীবন থেকে চুরি যাওয়া চারটি অক্ষর
মানুষের অজান্তে হেঁটে চলেছে মাথা  নিচু করে  মানুষের গভীরে
 একলা অন্ধকারে আলোর খোঁজে।
মানুষের অজান্তে পোঁতা বিষ গাছ
আজ জন্ম দিচ্ছে বিষ সময় ,
মানুষ পুড়ছে নকল হাসিতে ,সাজানো পোশাকের ফেব্রিকে
লিপস্টিকের রঙে।
বেপরোয়া নেশার মতো ভালোবাসা কাঁদছে
সময় পারফিউমে ,বিলাসী জীবনে ,সাজানো সময়ে।
মানুষের হারানো ঘামের গন্ধ
ভরসার বুক ,বিশ্বাসের কাঁধ  সর্বোপরি স্পর্শ সবটাই আজ শুধু গল্প
আর বাকিটা
সকলের জানা
আমরা ভালোবাসাকে জড়াবার নামে  ক্লান্ত শরীর আগলাচ্ছি।




No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...