Wednesday, December 18, 2019

ভালোবাসা মাই ফুট


ভালোবাসা মাই ফুট
.... ঋষি

পুরুষ ঔরষজাত আর জন্মও
নারী ঔরষজাত আর জন্মও
তফাৎ একটা আছে ,পুরুষ শুধু ঔরষজাত
আর নারী যোনিজ।
কেন ?
যোনি কেন্দ্রিক সভ্যতায় সমস্ত উদ্দীপনাগুলো কোথাও যোনি ঘেঁষা,
ভালোবাসা সেখানে মাই ফুট।
.
ঠিক এই কথাটা বুঝতে চাইছিল ষোলো বছরের ক্লারা
যে গত ছয়মাস প্রতিরাতে
হওয়ার ক্যানভাসে তার প্ৰাক্তন বয়ফ্রেন্ডের উত্তেজনায়
নিজের যোনি ঘেটে ম ম গন্ধে ভরিয়ে দিয়েছে ভবিষ্যৎ ,
ভরিয়ে দিয়েছে স্বপ্ন।
নিজের ঠোঁট কামড়ে কামরসে ভরিয়ে দিয়েছে বাঁচা
যেটা একটা নেশা ছিল।
.
আর তার  প্রাক্তন বয়ফ্রেন্ড যার বয়স আঠারো
তার বিছানার চাদর যদি ফরেনসিক ল্যাবে  পাঠানো  হয়
পাওয়া যাবে তার অজস্র না জন্মানো সন্তানদের
পাওয়া যাবে ক্লারা নামে গরম উত্তপ্ত একটা শরীর
পাওয়া যাবে তাদের অল্প বয়সে পাকা কিছু আঠালো মিডিয়া
আর তাদের শেষ হয়ে যাওয়া প্রেম
যেটা আদৌ প্রেম ছিল কিনা প্রশ্ন  ।
.
প্রয়োজন ছিল ,প্রয়োজন আছে
শরীর।
পুরুষ আর নারী সৃষ্টির গভীর শুয়ে থাকা সেই আদিম কথা
শরীর কেন্দ্রীক কোথাও যোনি।
কিন্তু তাই বলে ভালোবাসতে শরীরের দরকার হয় না
কাছে আসতে ভীষণ দরকার ভালোবাসার।
আরো যদি গভীর কিছু থাকে
নিমেষে যদি মিশে যেতে চাও তবে শরীর জরুরী।
অথচ আমাদের যোনি কেন্দ্রিক সভ্যতার  সবটাই যোনি
সেখানে ভালোবাসা কোথায় ?
ভালোবাসা মাই ফুট। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...