Wednesday, June 15, 2022

হারানো শব্দরা

 হারানো শব্দরা 

... ঋষি 


কি বলবো ?

কাব্য করতে গেলে হৃদয় ভাঙতে হয় বারংবার 

আমার কলমের তিনকাল গিয়ে এক কালে ঠেকেছে 

তাই রৌদ্র লিখলে 

আর এই বয়সে কোনো অভিজ্ঞতা হয় না। 

.

এই তো সেদিন লিখতে চাইলাম ২০২২

কিছুতেই হচ্ছে না 

চিঠিপত্র ফুরিয়েছে লেখা আজ অনেকদিন এই সভ্যতায় 

আজ এস এম এস ,ম্যাসেজ 

আর অনেকটা সময় শুধু অন্ধকার থেকে কলমের শব্দরা 

চিৎকার করছে   .........

.

এ যেন একটা রাত 

পুকুরের একদম নিচে পালিত শ্যাওলার মতো অন্ধকার 

এ যেন সেই সময় অথবা অন্ধকারে মুখঢাকা এক সভ্যতা 

অনেকদিন শিশিরের ফোঁটা পায় নি 

প্রায় অন্ধকারে কলমে হারিয়েছে জলের দাগ। 

আজকাল আর কান্না পায় না 

এখন চিঠির চল নেই 

তাই লিপিবদ্ধ করে পাঠাবার মতো ভাষারা হারাচ্ছে  রোজ 

আমি লিখতে চাইছি 

অথচ বুকের কাছে খামচে ধরছে স্মৃতি ভেজা নখ 

আমি বলতে চাইছি 

কলম চিৎকার করছে 

আর অন্ধকার না ,না না আর অন্ধকার না 

এইবার সভ্যতা হাসুক 

মানুষ বাঁচুক সকালের সবুজ শিশিরে পা ভিজিয়ে বাঁচবার ইশারায়। 

 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...