ফেলানী প্রেম
.. ঋষি
একলা থাকা, একদম না।
ভাতের গন্ধে যারা বশ্যতার কাছে নতি স্বীকার করেছে
তাদের তুমি একলা রাখতে পারো
কিন্তু প্রেম!না কখনো না।
.
পশ্চিমমুখো বারান্দা
একটু সামলে
শ্রেণী সংগ্রামে পুড়িয়ে দেওয়া কাগজের অধিকার
তাদেরকে ধুয়ে মুছে নতুন মাটির গন্ধ
সেখানে প্রেম একা
হতে পারে না।
.
তোমাকে শেখাতে চাই একলা থাকতে প্রেম
ঘুম ভাঙা চোখে এই শহরে ডাস্টবিনে পড়ে থাকা স্থায়িত্ব
সেখানে রক্ত, মাংস, পোড়া গন্ধ
অস্তিত্বের কাছে প্রেম বড় একা।
সাদা ভাতের অস্তিত্ব সত্যি, উথলে ওঠা প্রেম
ওমা কাঁদছো কেন
কি বলছো?
.
ফেলানী সময়ের কাজের ফাঁকে প্রেম অপেক্ষা করে
একলা থাকে না।
No comments:
Post a Comment