Friday, June 3, 2022

দাগী আসামীর কবিতা

 দাগী আসামীর কবিতা

... ঋষি 

 

তোমার পাশে শুয়ে থাকা সম্ভ্রম 

                        মুখশ্রী ,সুনাম ,দর্পন 

কেন ভালোবাসে তোমাকে কেউ ?

কি সম্পর্ক ?

প্রশ্ন করেছি তোমার প্রিয় বন্ধুকে ,বন্ধুর বন্ধুকে 

উত্তর পাই নি। 

.

যজ্ঞের আহুতিতে পুড়তে থাকা হৃদয় 

ঘুরেছে ফিরেছে তোমার চারপাশে এক বৃত্তের আকারে 

এ যেন সীতার জন্য লক্ষণের অভ্যেস 

কিন্তু মানুষের অভ্যেস ,

কে সে ?

প্রশ্ন করেছি বারংবার সদুত্তরে শুধু একটা মুখোশের লোক। 

.

তোমাকে বলা হয় নি 

কেউ তোমাকে ভালোবাসে ,তাকে স্বীকার করতে হবে 

তুমি কাউকে ভালোবাসো 

তোমাকে কেউ ভালোবাসে 

তাকে উত্তর দিতে হবে ,

দেওয়ালের চোখ আর প্রদীপের চোখের মাঝে দূরত্ব 

আমার বুকে পুড়তে থাকা সলতে 

আর দাগী আসামীর  কবিতা ,

তোমাকে বলা হয় নি এক তো মুখোশ খুলে ফেলুক সে 

না হলে স্বীকার করতে শিখুক। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...