Wednesday, June 29, 2022

রক্তক্ষরণ

 রক্তক্ষরণ 

... ঋষি 


পুব দিকে আলো হয়ে এলো 

এখনো নখ দিয়ে আঁকড়ে রাখতে চাইছি মাংসের কণা 

অনেকটা রক্তক্ষরণের পর 

রাত্রি ফুরোচ্ছে 

কিন্তু অন্ধকার সরছে না কিছুতেই। 

.

কে তুই 

শৈল্পিক অধিকারে তুলে নিচ্ছিস নিজের হাতে তুলি 

এঁকে চলেছিস ,নিজের বাড়ি ,নিজের ঘর ,গৃহস্থের প্রেম 

অথচ বাউল ক্রমশ 

সারারাত তোকে ভালোবাসার পরও চোখে ঘুম আসে না। 

.

কি খুঁজছিস ? অধিকার 

আবারও কোনো দিনে আমার নাগরিক মুখোশের অন্য লোক হাসবে 

আবারো আলুর দাম ,পটলের দাম 

দিন ফুরোবে 

দুচোখে অন্ধকার ঘনিয়ে আসার আগে তোকে একবার বলতে চাই 

আমি অনেকদিন হলো বাড়ি ফিরি নি 

তোকে ভালোবাসতে এই রাতটা বড়ো ছোট মনে হয়। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...