Wednesday, June 29, 2022

রক্তক্ষরণ

 রক্তক্ষরণ 

... ঋষি 


পুব দিকে আলো হয়ে এলো 

এখনো নখ দিয়ে আঁকড়ে রাখতে চাইছি মাংসের কণা 

অনেকটা রক্তক্ষরণের পর 

রাত্রি ফুরোচ্ছে 

কিন্তু অন্ধকার সরছে না কিছুতেই। 

.

কে তুই 

শৈল্পিক অধিকারে তুলে নিচ্ছিস নিজের হাতে তুলি 

এঁকে চলেছিস ,নিজের বাড়ি ,নিজের ঘর ,গৃহস্থের প্রেম 

অথচ বাউল ক্রমশ 

সারারাত তোকে ভালোবাসার পরও চোখে ঘুম আসে না। 

.

কি খুঁজছিস ? অধিকার 

আবারও কোনো দিনে আমার নাগরিক মুখোশের অন্য লোক হাসবে 

আবারো আলুর দাম ,পটলের দাম 

দিন ফুরোবে 

দুচোখে অন্ধকার ঘনিয়ে আসার আগে তোকে একবার বলতে চাই 

আমি অনেকদিন হলো বাড়ি ফিরি নি 

তোকে ভালোবাসতে এই রাতটা বড়ো ছোট মনে হয়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...