Saturday, June 4, 2022

আবার একটা সকাল

 আবার একটা সকাল 

... ঋষি 


আবার একটা সকাল হবার আগেই 

আমি ঘুম থেকে উঠি 

অস্থির জীবনের পাল্লায় নিজেকে পরিমাপ করি 

ভাবি ঈশ্বর কি তবে জীবনের একটা মানে রাখে সময়ে ?

প্রশ্নোত্তরে ভাবনারা আছারিবিছারি খেয়ে ভাবে 

অনেক হলো সময় 

এইবার মানুষ ঘুরতে হবে পৃথিবীর পথে। 

.

ভাবনারা আজকাল বাউল ,আমি ভিখিরি 

রাস্তার পাশে দাঁড়িয়ে রোজ দেখি সময় চলে যায় অনিদ্রায় 

অস্থির পালাই পালাই জীবন গিয়ে দাঁড়ায় খোয়াইয়ের মাটি রাস্তায় 

কত্তদিন দেখি 

কত্তদিন থাকি নি নির্জনে একা 

অবান্তর প্রশ্নের মতো 

বঞ্চনার প্রশ্নের মতো 

স্বপ্নের মতো 

হয়তো লজ্জার মতো। 

.

আবার একটা সকাল হবার আগেই 

আমি হাঁপিয়ে উঠি 

সামনে খোলা প্রান্তর অনেকদূর যেতে হবে 

এখনো অনেক কাজ বাকি 

তবুও দুঃখ হয়  ঝরা শুকনো পাতা মাড়িয়ে কতদিন হাঁটি নি

কতদিন সমুদ্রের বালিতে পা রেখে 

সময় দেখি নি 

দেখি তোমার মুখ চলন্তিকা। 

.

সবকিছু কেমন একলা হয়ে যায় জীবন ছাড়া 

প্রতিদিন  একটা সকাল হবার আগেই 

শব্দরা আমাকে জাগিয়ে দেয় 

কানে কানে বলে ..পালা।  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...