Saturday, June 4, 2022

পাশাপাশি

 


পাশাপাশি 

................শুয়ে আছি 

                       .................................তুই আর আমি 

দুটো বালিশ পাই নি কতদিন আমাদের রোদের আঙ্গুল

প্রশস্ত চাতাল পেরিয়ে বালিয়াড়িতে রয়ে গেছে আমরা জীবন 

তবুও নিজেদের সমুদ্র বলতে পারি না 

কারণ সমুদ্রের কাছে সব সম্পর্ক ভীষণ ছোট। 

.

দিগন্ত ছোঁয়া কাব্যিক সময়ের ভিড় 

আমাদের পায়ের পাতা ছুঁয়ে অসংখ্য ধুলোঝড় 

সময়ের ঘরে ধ্বংসস্তূপে মুখোমুখি আমরা 

জীবন হাতড়াচ্ছি ,

কিন্তু অসহতার ভিড়ে জ্বলে যাওয়া নক্ষত্রপুঞ্জেআজ স্বপ্ন 

তবুও আকাশ দেখছি না আমরা। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...