Tuesday, June 21, 2022

দিনলিপি

 দিনলিপি 

.... ঋষি 


আমাদের দিনলিপিতে একটা রাস্তা থাকা ভালো 

আলাপচারিতা তবে যাওয়া আসা করে। 

.

তুমি আমার ডাইরির পাতা হয়ে যাও 

তোমাকে লিখবো 

তুমি আসা যাওয়া বন্ধ করে হয়ে যাও আমার কবিতা। 

.

মুঠোফোনটা ডেকে ওঠে হঠাৎ হত্যায় 

বলে কেমন আছো ?

সাড়া দিতে ইচ্ছে করে না আজকাল 

তবু অন্ধকার ছাড়িয়ে ফুটে ওঠে তোমার নাম। 

.

আমি বিষক্রিয়া জানি না ,জানি ভালো থাকা 

আমি আকাশের কবিতায় দেখি তোমার চোখে জমতে থাকা কালি 

তুমি স্তব্ধ হতে চাও 

আমি নীরব 

কিন্তু কবিতায় শব্দরা মিথ্যে লিখতে পারে না। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...