Saturday, June 4, 2022

সহগমন

 সহগমন 

... ঋষি 

.

সেতুটার সামনে আমার প্রেমিকা 

কে বেশি নিচে নামবে ,কে কতটা ওপরে 

সৃষ্টিদাতা মঙ্গল করুক 

মঙ্গল করুক তোমার মুখে আটকানো কিছু প্রশ্ন ,

.

যোগ্যতা 

আকাশ ফুঁড়ে একটা চিল নেমে আসে বুকের হৃৎপিন্ড কুড়োতে 

রে রে করে ছুটে আসে সম্পর্ক 

মৃত্যুর আগে তোমাকে মরতে দেওয়া চলবে না 

এই শহরে জন্ম বন্ধ করা সম্ভব 

ভাবনায় মৃত্যু না। 

.

সহগমনে যাবো 

শর্তশীল এই জামানার  গায়ে দু এক বালতি মানুষের দুঃখ 

আমার প্ৰেমিকা হাসছে সেতুর রেলিঙে হেলান দিয়ে 

আমি ভাবছি ঝাঁপ দেবো কিনা ?

পালকের মতো নেমে আসবো কিনা একার প্রতিবাদে 

একটা মীমাংসা দরকার 

কে এই মুহূর্তে নামতে পারবে বোবা সময়ের সিঁড়ি বেঁয়ে 

উত্তর চাইছি 

প্রত্যুত্তরে দেখছি 

সকলেই ভালো থাকতে চায়। 


 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...