অসহ্যদের
... ঋষি
কীভাবে সে সময়ের শেষ মুহূর্তে পৌঁছবে
সমস্ত অবয়ব ধুয়ে মুছে
.
স্মৃতি কি ভাস্করকৃত কোনো মূর্তি?
.
তুমি যা সহ্য করো, তুমি বা তুমিই?
যা হয়তো কাল্পনিক শরীরের মতো কিছু অবয়ব
স্মৃতির রাস্তা ধরে হাত ধরে হেঁটে যাবে
ভুলে যাবে ?
আমি জানি না শেষ মুগ্ধতায় আমি কোথায় দাঁড়াবো ?
আমি জানি না কবি কাকে বলে ?
মনে হয় মাঝে মাঝে কবি মানুষের মাঝে ভেক ধরে ঈশ্বর
কোথাও হয়তো বরফের চাঁই গলে পড়ছে
কবি সেই বরফ শরীর ছুঁয়ে মুহূর্ত লিখছে
জানি না তার কতটুকু কবিতা
শুধু কবিতা লিখে কবি হওয়া যায় না
পাঠক তার বোঝে কতটুকু
কবিকে কবিতা সহ্য করতে হয় ,স্পর্শ করতে হয়
শব্দদের চিবিয়ে যন্ত্রনাদের সময় দিতে হয়।
No comments:
Post a Comment