Friday, June 3, 2022

নিজের ঘর

নিজের ঘর 
.. ঋষি 
সবুজ স্বপ্নের মতো মেঝে, আদুরে রঙের দেওয়াল 
আহ্লাদী আঙুল, খোলাছাদ 
প্রথম প্রেমের চিঠি, চিঠির ভাঁজে লুকোনো আকাশের পাখিটা। 
.
লোকটা ঘর চেয়েছিল নিজের 
শুধুই একটা ঘর যাকে লোকটা নিজের বলতে চেয়েছিল 
ঘরের ভিতর মানুষগুলোকে চিনতে চেয়েছিল অনবরত স্পর্শে, 
আজকে লোকটা প্রশ্ন করে সকলকে 
স্পর্শ মানে কি শুধু সম্পর্ক? 
.
প্লিজ ফিরে তাকাবেন না 
একটা কবিতা লেখার জন্য ভাবনাদের সংযত হতে বলবেন না 
বুঝবেন ব্যাপারটা
ইট দিয়ে আপনি বাড়ি তৈরী করতে পারেন কিন্তু ঘর না 
চারদেওয়াল দিয়ে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন 
কিন্তু ভালো না, 
মশাই ভালো থাকার জন্য যদি মানুষ না লাগতো 
তবে দেশের গল্পে দশজন আসতো না
তবে রাশিয়া, ইউক্রেনের যুদ্ধ থাকতো না,
শুধু যুদ্ধে আপনি আহত হতে পারেন 
কিন্তু আপনার আঘাতে মলম দেওয়ার জন্য মানুষ দরকার 
দরকার নিজের ঘর। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...