Friday, January 6, 2023

আলোর রোশনাই


 আলোর রোশনাই 

... ঋষি 

.

উৎসবের হাওয়ায় ভাসতে থাকা মন 

আলোর রোশনাই এই জীবন 

বেশ তো ,

এই শহরের কাব্যে আবার শুরু হওয়া নতুন সময় 

নতুন সফর 

বেশ তো সময়ের গর্ভে অপেক্ষামান হৃদয়। 

.

ধুয়ে মুছে যাক যত ক্লান্তি-গ্লানি-বেদনা,

নতুন বছর নতুন সময় ,জানাই শুভকামনা।

তারপর সেই একলা রৌদ্র 

বাউলের গান ,মেপে রাখা  জমি

বুকের খামে পুরোনো সেই চিঠি 

তোমাদের কথা ,আমাদের কথা ,সারা বছর বেশ তো। 

.

বেশ তো  

ভুল করে ,ভুলের ঘরে ,ভুলের চোখ চাওয়াচায়ি 

লোকে আমাকে  যে যা বলে বলুক 

আমার ঘরে একলা হৃদয়ের

একলা থাকার রোগ। 

বেশ তো 

ভুল-ত্রুটি-অপমান -অপরাধ 

মন কষাকষি -ঝগড়া -আপোষ -ভালোবাসা - প্রতিবাদ 

সমস্ত মুছে যায় ,তবে যাক 

                   বেশ তো ,

প্রত্যাশা নতুন বছর ,নতুন সম্ভাবনা  ,নতুন না ফোটা ফুল 

হয়ে যাওয়া যত সময়ের ভুল 

পিছনের ঘরে বন্ধ নিঃশ্বাস ,

সব কিছু ফিকে হয়ে যাক ,এই শহর ,এই সময় 

বরফের ঘর।

শুধু সম্ভাবনায় দিন কাটে না 

কাটে না  অসুখ একলা সময় 

তবু আছি 

তবু বলা ভালো আছি আলোর রোশনাই 

বেশ তো। 


No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...