Friday, January 13, 2023

আমার ভারতবর্ষ

 আমার ভারতবর্ষ 

.. ঋষি 


সাতসমুদ্র তেরোনদী পেরিয়ে আমি তোমার কাছে যাবো 

কিন্তু তোমাকে পেরিয়ে কোথায় যাওয়া যায় আমি জানি না ,

তুমি আমাকে প্রায়শই ছেড়ে যাও 

আমার বড় জানতে ইচ্ছে করে তুমি কোথায় যাও 

কত দূর ,যত দূর 

অনবরত ভারতবর্ষের পথ চলা 

আমার ভারতবর্ষে তুমি যত পথ ,তত পথ। 

.

আমার বাড়ির সামনে দিয়ে একটা নদী গেছে 

আমার ভারতবর্ষে হাজারো নদী 

যেখানেই শুরু হোক না  ,যেখানে হোক না শেষ 

সমস্ত নদী ,সমস্ত পাহাড় ,সমস্ত মরুভূমি ,সমস্ত মালভূমি 

আমার ভারতবর্ষ তুমি 

তোমাতেই শুরু ,তোমাতেই শেষ। 

.

সাতসমুদ্র তেরোনদী পেরিয়ে আমি তোমার কাছে যাবো 

কিন্তু তোমাকে পেরিয়ে কোথায় যাওয়া যায় আমি জানি না ,

হাজার সুরের পাখির নিয়ে পাখি সমাজ 

হাজার রঙের ফুল নিয়ে ফুলেদের দেশ

হাজারো মন আর পোশাক নিয়ে সময়ের সমাবেশ  

নানান ভাষায় 

নানান রীতির

নানান রূপের মানুষকে একসাথে বেঁধে 

তুমি ভারতবর্ষ ,

তবু শৈশবের ভূগোলকে ছেড়ে 

জীবনের মানচিত্রে পা রাখতে গিয়ে 

দেখি সব কিছু ভুল হয়ে গেছে 

তোমার বিখ্যাত জনপদে, শহরে নগরে

যেখানেই রাখি পা

কে এক নৃসিংহমূর্তি ,কে এক সময়ের দৈববাণী 

সহসা প্রবেশপথে পথরোধ ক'রে 

আমাকে প্রশ্ন করে 

কে তুমি

কোনখানে তোমার দেশ?


No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...