Friday, January 20, 2023

কনফেশন

 কনফেশন 

... ঋষি 


কনফেশনের বক্সের পিছনে দাঁড়িয়ে সময় 

তার ঠোঁটে লেগে নিঃস্ব হয়ে যাওয়ার নির্দেশিকা 

              হে মানুষ 

           আর পাপ নয় 

পবিত্র আত্মার সাথে সঙ্গম নয় 

        জন্মাক ঈশ্বর বোধ। 

.

                     ঈশ্বর ?

সময়ের পাত্র নিংড়ে প্রতিদিন খেতে হয় হলাহল 

দুহাতে মুছে ফেলে নোনা জল

                মিথ্যা জ্যোৎস্নার উচ্ছাস 

 বিপ্রতীপ আলোয় খুঁজে বেড়ানো কান্নার লাশ।

.

পথের শেষে তুমি রয়ে গেলে পড়ন্ত বিকেল,

নিরাপদ ছায়া ফেলে একদিন মনোটোনাস যোগাযোগ অন্তেষ্টিতে 

মেলে ধর সবটুকু,  

                     যন্ত্রণা।

রাত জাগা পাখির মতো তাকাও দূরের আকাশ

কনফেশনের বক্সের পিছনে দাঁড়িয়ে সময় 

       চলন্ত নেই আর সেই দিন

       বলে  থেমে যাও এখানে

            ঈশ্বর নয় অতীত

যা বর্তমানে তোমাকে দাঁড় করায় ক্লান্ত ঈশ্বরের সামনে।  

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...