Thursday, January 19, 2023

প্রতিবিম্ব

 প্রতিবিম্ব 

... ঋষি 

...

নিজের অচল প্রতিবিম্বের কাছে নিজেই প্রশ্ন করে দেখো 

সত্যি কি ?

বর্জিত আত্মার ভিতরে কোদাল চালিয়ে দেখো 

হিজলদার ঘুম ভাঙে নি আজও 

তবুও আস্পর্ধা তোমার 

                     তুমি হিজলদাকেই খোঁজো। 

.

তোমার ট্রেনলাইনের বসানো সেই মুছলমান লোকটা 

আজ সময়ের কেবিনেটে সামাজিক বড়ো,

ইট কাঠ আর শক্ত পাথরের ঘরে   

সময়ের কাছে তারা অপেক্ষামান কিছু মৃত্যুর ফরমান ,

অথচ নির্ভেজাল আকাশের কাছে তারাই পবিত্রতা 

ধর্মে কি এসে যায় 

মর্মে কি ভালোবাসা যায়  

সত্যি আর মিথ্যের তফাতে ,আজ সত্যি জেতে  

মিথ্যেরা  মরে যায় ,

.

নিজের কাজল আঁকা চোখে ,সময়ের স্বপ্নে 

                            তোমার সিলেবাসে শুধুই বাঁচা 

                    আর তারপর 

                           আর তারপর 

                                  মনে পরে জটায়ুর ডানা কাটা।

আমার অহংকার আমি অপেক্ষায় সময় বুনতে পারি 

আমার অলংকার আমি সময়ের আগুনে নিজেকে পড়াতে পারি 

অথচ তুমি ভীষণ বোকা 

                   বুদ্ধির মুখোশে তুমি মিথ্যে বোলো 

মিথ্যে মমতাজ আজও দাঁড়িয়ে তাজমহলের দরজায় 

শেহজাদার মৃতদেহ তার  আঁচলে 

চোখের জলে তুমিই বলো 

সত্যি কি জীবন লেখা যায়।  


No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...