নিশ্বাস
,,, ঋষি
উপভোগ্য শীত রাতে কথা এলে কমে
বিছানাটা ভরে দিও পুরোনো স্মৃতিদের ওমে
যদি মনে হয় রাত এখনো অনেক বাকি
তোমার ঘুমের দেশে আমি কবিতাদের রাখি।
.
নিভে তো যাবেই জেনে তবু জ্বলে ওঠা
ঝরে যাবে জেনে-বুঝে তবু ফুল ফোটা
ব্যথা পাবে, তবু দেখো ভালোবাসে মন!
এরই নাম পথচলা, এটাই জীবন।
.
অলেখ্যে নিয়ে চলা জীবিত পরিহাস
নির্ভেজাল জীবনের অনবদ্য আশ্বাস
আবার আসিব ফিরে আর জীবানন্দ নয়
যদি ফিরি ,যদি ফেরা সত্যি হয়।
.
অসংখ্য হিসাবনিকাশ ,অসংখ্যতায় উপহাস
উপহারে আছে রাখে কিছু দগ্ধ নিশ্বাস ,
কল্পনার পরে শুয়ে কেটে যাওয়া কিছু আফসোস
কিছু প্রমান বাকি ,কিছু প্রমানেরই দোষ।
.
কয়লার গনগনে আগুন ,নরম রুটির ফাঁসে
জানি না কেন এই জীবন আটকে শ্বাসে
সকলের যদি পরিতৃপ্ত হয়
এইবার আমি হেঁটে যাবো একলা বিশ্বাসে।
Friday, January 13, 2023
নিশ্বাস
Subscribe to:
Post Comments (Atom)
অন্য খোঁজ
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment