Friday, January 13, 2023

নিশ্বাস

 নিশ্বাস 

,,, ঋষি 


উপভোগ্য শীত রাতে কথা এলে কমে

বিছানাটা ভরে দিও পুরোনো স্মৃতিদের ওমে

যদি মনে হয় রাত এখনো অনেক বাকি 

তোমার ঘুমের দেশে আমি কবিতাদের রাখি। 

.

নিভে তো যাবেই জেনে তবু জ্বলে ওঠা

ঝরে যাবে জেনে-বুঝে তবু ফুল ফোটা

ব্যথা পাবে, তবু দেখো ভালোবাসে মন!

এরই নাম পথচলা, এটাই জীবন।

.

অলেখ্যে নিয়ে চলা জীবিত পরিহাস 

নির্ভেজাল জীবনের অনবদ্য আশ্বাস 

আবার আসিব ফিরে আর জীবানন্দ নয় 

যদি ফিরি ,যদি ফেরা সত্যি হয়। 

.

অসংখ্য হিসাবনিকাশ ,অসংখ্যতায় উপহাস 

উপহারে আছে রাখে কিছু দগ্ধ নিশ্বাস ,

কল্পনার পরে শুয়ে কেটে যাওয়া কিছু আফসোস

কিছু প্রমান বাকি ,কিছু প্রমানেরই দোষ। 

.

কয়লার গনগনে আগুন ,নরম রুটির ফাঁসে 

জানি না কেন এই জীবন আটকে শ্বাসে 

সকলের যদি  পরিতৃপ্ত হয় 

এইবার আমি হেঁটে যাবো একলা বিশ্বাসে।  


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...