নিশ্বাস
,,, ঋষি
উপভোগ্য শীত রাতে কথা এলে কমে
বিছানাটা ভরে দিও পুরোনো স্মৃতিদের ওমে
যদি মনে হয় রাত এখনো অনেক বাকি
তোমার ঘুমের দেশে আমি কবিতাদের রাখি।
.
নিভে তো যাবেই জেনে তবু জ্বলে ওঠা
ঝরে যাবে জেনে-বুঝে তবু ফুল ফোটা
ব্যথা পাবে, তবু দেখো ভালোবাসে মন!
এরই নাম পথচলা, এটাই জীবন।
.
অলেখ্যে নিয়ে চলা জীবিত পরিহাস
নির্ভেজাল জীবনের অনবদ্য আশ্বাস
আবার আসিব ফিরে আর জীবানন্দ নয়
যদি ফিরি ,যদি ফেরা সত্যি হয়।
.
অসংখ্য হিসাবনিকাশ ,অসংখ্যতায় উপহাস
উপহারে আছে রাখে কিছু দগ্ধ নিশ্বাস ,
কল্পনার পরে শুয়ে কেটে যাওয়া কিছু আফসোস
কিছু প্রমান বাকি ,কিছু প্রমানেরই দোষ।
.
কয়লার গনগনে আগুন ,নরম রুটির ফাঁসে
জানি না কেন এই জীবন আটকে শ্বাসে
সকলের যদি পরিতৃপ্ত হয়
এইবার আমি হেঁটে যাবো একলা বিশ্বাসে।
Friday, January 13, 2023
নিশ্বাস
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment