Monday, January 9, 2023

শুধু অভিনেতা বদলায়

 শুধু অভিনেতা বদলায় 

... ঋষি 


একটা গেট ,হাজারো পর্দা সরিয়ে এগিয়ে আসছেন বেশ জনপ্রিয় মুখ 

আমরা বলি অভিনেতা ,

ভিড় জমে যায় ,সময় জমে যায় 

অভিনেতার হাসি ,তার লাম্পট্য ,তার চোখের দৃষ্টি ,পেশীবহুল শরীর 

সব বিক্রি হয় 

সব দেখে দর্শক হাততালি দেয়। 

.

অভিনব ভাবনা ,অভিনব চিত্রপট ,অভিনব চিত্রনাট্যের সাথে 

লাইট ,ক্যামেরা ,একশন

উফ কি পোস ,অভিনেতা জড়িয়ে ধরলো তার চিত্রপটের নারীকে 

হাততালি 

সংসার ,প্রকৃতি ,মানুষের মাঝের গল্প কিংবা স্বপ্ন 

সব সত্যি হয়ে যায় ওই সিনেমার পর্দায়। 

.

একটা গেট ,হাজারো পর্দা সরিয়ে এগিয়ে আসছেন অভিনেতা 

কালো মার্বেল বাঁধানো তিন ধাপ সিঁড়ি। ......কিছুটা ক্ষয়ে গেছে হয়তো 

ওই তিন ধাপ পেরোলেই চোখ ধাঁধানো আলো 

উজ্বল নক্ষত্র ,সময়ের স্বপ্ন। 

লাল ,নীল সবুজ গাড়ি ,সিনেমা হিট কিংবা ফ্লপের গল্প 

জনতা হাততালি দেয় 

মানুষ চলে গেলে ,ফুটি ফাটা রেড কার্পেটের ব্যথা 

কিন্তু ইন্ডাস্ট্রি ফুরোয় না। 

জনতা বদলায় হয়তো ,অভিনেতা বদলায় 

অভিনয় থেকে যায় 

কিন্তু 

কিছু বুকে চলা শ্বাপদের স্বপ্ন নিঃশব্দে মৃত্যু নিয়ে আসে 

সময় ফুরোয় 

তবুও হাততালি ফুরোয় না 

শুধু অভিনেতা বদলায়। 

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...