Friday, January 20, 2023

দিন ফুরোনো কাব্য

 দিন ফুরোনো কাব্য 

... ঋষি 


পাতাঝরা এক বিকেলের কাব্যে 

আমরা  কি আর মুখোমুখি আর দাঁড়াবো ?

কথা যা ছিল হয়ে গেছে সব বলা 

আমরা কি আর হাতগুলো আর বাড়াবো ?

.

নতুন করে সবুজ পাতা নাই যদি ধরে 

এই শহরে হাজারো আমরা মুখোমুখি প্রতি ঘরে,

আমরা কি তবে সামাজিক এক মুখোশের মোমবাতি 

জ্বলছি পুড়ছি ,অসুখে আছি 

             ভুগছি ভাইরাল জ্বরে। 

.

সম্পর্ক মানে দড়ি টানাটানি ,মানামানি সেই সমাজ 

আমরা কি তবে মৃত নাগরিক 

সত্যি মানতে নারাজ ,

সম্পর্ক মানে মুখে কথা নেই ,পাশাপাশি বাস নিজেদের 

আয়নায় দেখি অচেনা মুখেতে বলির দাগ সব নিষেধের। 

.

সত্যি তবে কি জীবন কাব্য 

               অচেনা আমরা সকলে 

সময়ের কাছে টাঙানো ফ্রেমেতে ছবিগুলো সব নকলে। 

এই শহরে হাজারো হাসিতে মৃত মুখগুলো লুকোনো 

সংসার করি ,সংসার বলি,রজনীগন্ধা শুকোনো। 

.

দিন ফুরোবে ,রাত ফুরোনো ,ফুরোনো শব্দ আমাদের 

সময়ের ঘরে জোকার আমরা 

হাসি ,কান্নায় সকলে ,

ইতিহাস বলে ,ইতিহাস গায় ,আমরা সকলে শিরদাঁড়ায় 

মানুষ না হয়ে কেঁচো কেন নই যদি কুকুরের মতো লেজ নাড়ায়। 

.

সত্যি কোনটা মিথ্যে কোনটা 

দিন ফুরোনোএই  কাব্য 

আমরা সকলে আফসোস করি 

আসলে একলব্য।  

 


 


              


No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...