Friday, January 20, 2023

দিন ফুরোনো কাব্য

 দিন ফুরোনো কাব্য 

... ঋষি 


পাতাঝরা এক বিকেলের কাব্যে 

আমরা  কি আর মুখোমুখি আর দাঁড়াবো ?

কথা যা ছিল হয়ে গেছে সব বলা 

আমরা কি আর হাতগুলো আর বাড়াবো ?

.

নতুন করে সবুজ পাতা নাই যদি ধরে 

এই শহরে হাজারো আমরা মুখোমুখি প্রতি ঘরে,

আমরা কি তবে সামাজিক এক মুখোশের মোমবাতি 

জ্বলছি পুড়ছি ,অসুখে আছি 

             ভুগছি ভাইরাল জ্বরে। 

.

সম্পর্ক মানে দড়ি টানাটানি ,মানামানি সেই সমাজ 

আমরা কি তবে মৃত নাগরিক 

সত্যি মানতে নারাজ ,

সম্পর্ক মানে মুখে কথা নেই ,পাশাপাশি বাস নিজেদের 

আয়নায় দেখি অচেনা মুখেতে বলির দাগ সব নিষেধের। 

.

সত্যি তবে কি জীবন কাব্য 

               অচেনা আমরা সকলে 

সময়ের কাছে টাঙানো ফ্রেমেতে ছবিগুলো সব নকলে। 

এই শহরে হাজারো হাসিতে মৃত মুখগুলো লুকোনো 

সংসার করি ,সংসার বলি,রজনীগন্ধা শুকোনো। 

.

দিন ফুরোবে ,রাত ফুরোনো ,ফুরোনো শব্দ আমাদের 

সময়ের ঘরে জোকার আমরা 

হাসি ,কান্নায় সকলে ,

ইতিহাস বলে ,ইতিহাস গায় ,আমরা সকলে শিরদাঁড়ায় 

মানুষ না হয়ে কেঁচো কেন নই যদি কুকুরের মতো লেজ নাড়ায়। 

.

সত্যি কোনটা মিথ্যে কোনটা 

দিন ফুরোনোএই  কাব্য 

আমরা সকলে আফসোস করি 

আসলে একলব্য।  

 


 


              


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...