Sunday, January 8, 2023

কথোপকথন


 কথোপকথন 

.. ঋষি 

.

খোকা ,খুকু বড় হয়ে গেছে আজ বহুদিন 

শুধু পাগলামিতে ওরা ছোট তখন 

শুধু সময়ের সারেঙ্গিতে ওদের ছোট ছোট আঙ্গুল 

আবার সারেঙ্গিতে ওদের হরেক রকম খেলা ,

আকাশের চাঁদ  আর একলা সেই গলি 

শব্দ আর নিঃশব্দ কালো ফিনফিনে চাদর গায়ে 

ওরা দাঁড়িয়ে

কখন যেন ওদের শেষের বেলা।

.

ওরা বড় হয়ে গেছে চুয়িংগাম চেবানো সেই বাবলগাম 

ওরা ছোট রয়ে গেছে বিশাল খেলার মাঠ আর বন্ধুদের নাম 

ওদের সাথে দেখা হয় মাঝে মাঝে 

ওদের সাথে দু এক পা মিলিয়ে  স্বপ্নের পথচলা,

ওরা হাসে ,ওরা কাঁদে 

ওরা বড় হয়ে গেছে তাই ওদের একলা বেলা। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...