Sunday, January 22, 2023

তোমার শ্রুতি

তোমার শ্রুতি
.. ঋষি 

তোমার জন্য কবিতা খোঁজা
একলা কবিতা রাত্রিদিন
তোমার জন্য পথ ভুলে যাই 
একলা আকাশ অন্তহীন।
.
ইদানিং আর ঘুম আসে না
তোমার জন্য সুখের ঘর
ইদানিং আর পেট ভরে না
তোমার জন্য জন্মান্তর। 
.
তোমার জন্য কবিতা লিখেছে
শক্তি,শ্রীজাত আর শংখ ঘোষ
তোমার জন্য কৃষ্ণ প্রেমিক 
ভানু ময়রার চরিত্র দোষ। 
.
শরীরে তোমার ২০৬ খানা
বাহান্নতীর্থে দেবীর সাজ
হৃদয়ে তোমার পার্বতী বসে
নুরজাহান আর মহা তাজ। 
.
তোমার জন্য পৃথিবী ঘুরছে
ছুটছে সকলে রাত্রিদিন 
তোমার জন্য জেব্রাক্রসিং
শৈশব থেকে মাত্রি ঋন। 
.
ইতিহাসে ঝাঁসি দেশ প্রেমিকা
যুবতী সে প্রেম হাত ধরে
বসন্ত এলে মন খারাপী
দ্রোপদীকে নেওয়া ভাগ করে।
.
তোমার শরীরে পাথর ভাঙা
রামকিংকরের স্বপ্ন হাত
তোমার জন্য অন্য পৃথিবী
রান্নাঘরেই সুপ্রভাত 

মেঘে ঢাকা তারা সুপ্রিয়া সেন
দেবদাসেতে শারুখ খান
তোমার কোষেতে জন্মের ধারা
ফসলের মাঠে সবুজ ধান। 
.
তোমার জন্য এতকিছু আছে
তবুও তোমার জায়গা নেই
তোমার জন্য আব্রুতে ঢাকা
সামাজিকতায় ধর্ষন সেই। 














No comments:

Post a Comment

.একটা কবিতা আমি তুমি

আমার কবিতা পেলেই আমি তুমি হয়ে যাই তোমার মতো আটপৌরে শাড়ি পরি, হাতে কলম কোমড়ে আঁচলটা গুঁজে তোমার মতো উনুনে আঁচ দি  হাঁড়িতে পরিমাণ মত শব্দ, জল...