Friday, January 13, 2023

কে কেমন আছে

 কে কেমন আছে 

.০..ঋষি 


মনে হয় একপ্লেট ভাস্বতী সান্যাল খাই 

মনে হয় একপ্লেট সুহানা বেগম খাই 

অথবা  একপ্লেট ক্রিস্টিফার জোসেফকে খাই ,

কে কেমন আছে একদিন ইতিহাস বই খুলে দেখতে ইচ্ছে হয় 

খুঁটে দেখি কাল্পনিক 

সব গল্পরা হেঁটে চলে গেছে সিগনালহীন সারণি দিয়ে। 

.

ভাস্বতী সান্যাল সেই বোবা মেয়েটা 

যাকে দেখলে কবিতার শব্দহীন হয়ে যায় কোনো অচলায়তন মায়ায় 

লাইটহাউসের গভীর সমুদ্রে আলোড় খোঁজে 

ভাবনারা পথ হারায় ,

সুহানা বেগম সেই অন্ধ মেয়েটা 

যাকে দেখলে কবিতারা ভিক্ষা চায় পার্কস্ট্রিটের ফুটপাথে 

কোনো অদ্ভুত আকর্ষণ অন্ধ হতে চায় 

বোধহয় অন্ধকারেই সুখ। 

ক্রিস্টিফার জোসেফ নিউটাউনের কোনো বারে ক্যাবেরে নাচে 

যাকে কবিতারা বড্ডো বেশি আস্ফালন করে 

মনে হয় কবিতারাও যুবক হতে 

হতে চায় কোনো অন্ধ হারানো গলিতে আলোকময়। 

.

আমি বিবশ বয়সে এসে  তাদেরকে এক প্লেট খাই

পাকস্থলী আর আগের মতো বন্ধু নয় এখন  

মনে হয় কি সুস্বাদু সময়ে আজও সাজানো সেই ডাইনিং 

কি অদ্ভুত  এরোমায় মন কেমনে শব্দ 

কবিতারা কথা বলে 

কে কেমন আছে ? পরিসান? অথবা নির্মোহ সুখেন ভবতি?

হয়তো ঝর্না সেন  জানেন,

তার কথা না হয় আরেকদিন হবে 

আজ শুধু এতটুকু। 


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...