Friday, January 20, 2023

মাৎস্যন্যায়

  মাৎস্যন্যায়

.... ঋষি 

.

তুমি বিশ্বাস করো ,আমি বলছি 

             বিপন্নতা হলো এক রাষ্ট্রজনিত অসুখ ,

বলতে পারো আমরা  কার পদচিন্হ ধরে এগোবো 

এগোতে এগোতে ঠিক পৌঁছে যাবো 

এক শিক্ষিত পৃথিবীর দিকে ,

যেখানে পাওয়া যাবে না মন্দ্রপাহাড়, কলারবোন

ভেঙে ফেলার অস্ফুট শব্দ।

.

চিৎকার করতে ইচ্ছে হয় তোমাদের 

আমার স্বপ্নে প্রায়সই একটা সামাজিক জঙ্গল আসে 

যেখানে ঘুমন্ত হরিণছানাদের  জাগিয়ে তুলে পাতার মর্মর 

যেখানে গুলির শব্দে ঘুম ভেঙে যায় এক সদ্য জন্মানো সন্তানের 

এ কোন আইন 

হাড়ের সিমেট্রিতে দাঁড়িয়ে আমরা শুধু মায়াকান্না জুড়ি 

কিন্তু হার ভাঙলে জোড়া লাগে না কখনো। 

.

শাসন, ত্রাসন, সর্বগ্রাস

গুম করে ফেলার ভালবাসা সে যেন বদহজম লাগে 

বাঘবন্দি খেলছে এখন সময় , 

আর  বুদ্ধিদীপ্ত সিটিজেন চিৎকার করছে না 

হাততালি দিচ্ছে 

                      যেন সার্কাস। 

সমস্ত উৎপীড়ন সকলেই বুঝছে লোভের ক্ষোভ 

অথচ কিছুতেই তাদের বোধগম্য নয় 

ফলতন্ত্র মানেই এক রাষ্ট্রচালিত মাৎস্যন্যায়।

এ যেন এক  ইকোসিস্টেম কিংবা স্যোসালিসম 

যেখানে এ খাচ্ছে ওকে, আর ও খাচ্ছে তোমায়

রাষ্ট্র ও নৈরাষ্ট্রের পাকস্থলীতে

পড়ে থাকছে হাহাকার,

সুশাসনের বদলে  মাৎস্যন্যায়। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...