মাৎস্যন্যায়
.... ঋষি
.
তুমি বিশ্বাস করো ,আমি বলছি
বিপন্নতা হলো এক রাষ্ট্রজনিত অসুখ ,
বলতে পারো আমরা কার পদচিন্হ ধরে এগোবো
এগোতে এগোতে ঠিক পৌঁছে যাবো
এক শিক্ষিত পৃথিবীর দিকে ,
যেখানে পাওয়া যাবে না মন্দ্রপাহাড়, কলারবোন
ভেঙে ফেলার অস্ফুট শব্দ।
.
চিৎকার করতে ইচ্ছে হয় তোমাদের
আমার স্বপ্নে প্রায়সই একটা সামাজিক জঙ্গল আসে
যেখানে ঘুমন্ত হরিণছানাদের জাগিয়ে তুলে পাতার মর্মর
যেখানে গুলির শব্দে ঘুম ভেঙে যায় এক সদ্য জন্মানো সন্তানের
এ কোন আইন
হাড়ের সিমেট্রিতে দাঁড়িয়ে আমরা শুধু মায়াকান্না জুড়ি
কিন্তু হার ভাঙলে জোড়া লাগে না কখনো।
.
শাসন, ত্রাসন, সর্বগ্রাস
গুম করে ফেলার ভালবাসা সে যেন বদহজম লাগে
বাঘবন্দি খেলছে এখন সময় ,
আর বুদ্ধিদীপ্ত সিটিজেন চিৎকার করছে না
হাততালি দিচ্ছে
যেন সার্কাস।
সমস্ত উৎপীড়ন সকলেই বুঝছে লোভের ক্ষোভ
অথচ কিছুতেই তাদের বোধগম্য নয়
ফলতন্ত্র মানেই এক রাষ্ট্রচালিত মাৎস্যন্যায়।
এ যেন এক ইকোসিস্টেম কিংবা স্যোসালিসম
যেখানে এ খাচ্ছে ওকে, আর ও খাচ্ছে তোমায়
রাষ্ট্র ও নৈরাষ্ট্রের পাকস্থলীতে
পড়ে থাকছে হাহাকার,
সুশাসনের বদলে মাৎস্যন্যায়।
No comments:
Post a Comment