Thursday, January 19, 2023

ফ ল ক না মা

ফলকনামা
.. ঋষি 
তুমি তো বেশ গুছিয়ে নিয়েছো ভালো 
সময়ের রং, তোমার ভাবনারা জমকালো, 
আমি তো ঠাঁই দাঁড়িয়ে  গলির মোড়ে
 ফুল কুড়িয়েছি কাক ডাকা সেই ভোরে 
শুকিয়েছে সব 
জীবন গিয়েছে মরে। 
 
সকালের রং ফিকে পরে গেছে কবে
ভেবেছি আমি এটাই জীবন, আবারও তো ভোর হবে,
সব মিছে যদি এক ঘেয়ে গান গায় 
জীবনের তরে সময় পথ হারায়,  
তবে কেন শুধু মিছে এই গোলযোগ
বিশ্বাস নয় নিঃশ্বাসে বিষ হোক। 
.
তুমি তো বেশ সত্যি বলতে পারো 
খোলা তরোয়াল শক্ত হাতেই ধরো
একের পর সময় গিয়েছে কাটা
ভালোবাসো তুমি,তবুও ঘড়ির কাঁটা।
সবকিছু যদি সাজানো নিয়ম হয় 
নিয়মেই দাবার ঘুঁটি সাজানো যায়
আমি তবে সেই বোরের ঘুঁটি হবো 
দুর্গ আগলে একাই মরে যাবো।
আমার বুকে সময়ের কাঁটা তার
তোমার কাছে এই মৃত্যুর দরবার 
নতজানু এই কবির কবিতা নিয়ে
মৃতদেহ ঢাকা স্বপ্নের সংসার। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...