Thursday, January 19, 2023

সময়ের রুমাল

 সময়ের রুমাল 

... ঋষি 

 

সাজানো সত্যি ,একবার না হয় মিথ্যেই বলে ফেলো 

সময়ের ঘরে ,একবার না হয় মিথ্যে প্রদীপ জ্বালো 

দেখো নতুন ভোর 

দেখো সময়ের মুখ 

একবার না হয় মিথ্যেই বাসো ভালো। 

.

জানি কেউ সত্যি বলে না 

জানি আসলে সত্যি বলতে নেই 

দেখো এই হাত, মুঠি খুলেছি, দেখ শূন্যতা শুধু। .বালিঘর। 

অপর এ মুষ্ঠি ... কেবল জীবন্ত কিছু প্রহসন। সময়ের জ্বর। 

একটা মিথ্যে ,একটা সত্যি 

একটা জন্ম ,একটা মৃত্যু 

খেই হারানো শরীরের প্রতি কোষে বিড়ম্বনা 

জানি তোমায় পাবো ,তবু কোনোদিনই  পাবো না। 

.

সময়ের একরত্তি রুমাল থেকে ঝরে পড়েনা দুরন্ত নীল পাখি 

একলা আকাশ 

অথবা প্রলাপমত্ত ম্যামথ ,সেই জাদুকরী দিন

                               কিংবা রাত,  

সুখ ছিল কী তীব্র!ছিল দহন

           ছিল কিছু কথা ,

                        কিছু আনমনা ক্ষণ।  

যেখানে বিষাদী চায়ের দোকানের গালে বিকালের রোদ্দুর

যেখানে টোল ফেলে হেসে ওঠে সহসা ফেরারী মন

ঠিক সেখানে দাঁড়িয়ে আমি রোদ্দুর খুঁজি 

ভীষণ শীত করে ,

তবুও সাজিগুজি  

মনে পড়ে, কিভাবে একলা সে জঙ্গলে হিমেল হাওয়ার স্পর্শ

ঝরা পাতারা বেবাগী ,নিষ্ঠুর বিমর্ষ 

উড়ে চলে যায় ,

একলা পথ ঠাঁই তবু অপেক্ষা 

        দিন কাটে না 

                         দিন 

                             তবু কেটেই যায়।  





 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...