Friday, January 6, 2023

আমরা স্ত্রী

 আমরা স্ত্রী 

... ঋষি 

.

আমরা স্ত্রী 


আমরা আমাদের স্বামীকে ভালোবাসি কিংবা মেনে নি 

আমরা একই নৌকায় পার হতে চাই সাত জন্ম 

স্বপ্ন দেখি সেই সাত সমুদ্র পারে সেই রাজপুত্র ,সেই পক্ষ্মীরাজের 

তারপর সেই ছোটবেলায় শোনা ঠাকুমার মুখে স্বপ্নের সংসার 

আশ্রয়ের গল্প ,হাতে হাতের গল্প

সব বিশ্বাস করি ,হয়তো আমাদের বিশ্বাসেই সংসার 

নিশ্বাসেই সমাপ্তি। 

.

আমরা স্বামীর অফিস যাওয়ার সময় রুমাল ,ঘড়ি এগিয়ে দি 

এগিয়ে দি নিজেকে সংসারের খুশিতে 

হয়তো ভাসিয়ে দি ,

রান্নাঘরে ঝাল নুনের পরিমান হিসেবে করি 

সময়ের ঘরে কামনা করি ঈশ্বর সংসারের ভালো হোক 

আমরা জানি আমাদের চাওয়াগুলো বড্ড বোকা বোকা 

তবু বিশ্বাস করি সংসার সুখী হয় রমণীর গুনে। 

.

রোজকার সংসারে আমরা হাত চেপে চলি 

টাকা বাঁচিয়ে স্বপ্ন দেখি একটি সুখী স্বামীর মুখ ,

স্বামী তাস পিটিয়ে ,সখা মিটিয়ে মধ্য রাতে বাড়ি ফেরে 

আমরা অপেক্ষা করি ,

অপেক্ষা করি নিজেকে সাজিয়ে রাতের রজনীগন্ধা 

অপেক্ষা করি সারাদিন পরে ফিরে আসা লোকটার মুখ দেখার জন্য 

একটু কথা বলার জন্য ,

লোকটা ফেরে 

রোজ ফেরে নিয়ম করে 

কিন্তু সঙ্গে করে নিয়ে আসে না আশ্রয় 

বিছানার চাদরে আমারা টের পাই প্রায় প্রতিদিনই নাগরিক গর্ভ যন্ত্রণার,

আমরা টের পাশে শুয়ে থাকা লোকটা নাক ডাকছে 

হয়তো ক্লান্ত ভীষণ। 

মায়ার চাদর দিয়ে আমরা নিয়ম করে ঢাকতে চাই সময়ের যন্ত্রনা 

বছরে দুবার দীঘা কিংবা গোয়া 

সেটাই আনন্দ 

আর বাদ বাকি টুকু আমরা জানি তবু বলি না 

একটা নিয়ম ,একটা নিয়ম ,শুধুই একটা নিয়ম

এইভাবেই  নিয়ম করে শেষ হয় একটা আঠারো রিলের দীর্ঘ ছবি । 


  

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...