Saturday, January 14, 2023

ঘুম আসে না

ঘুম আসে না
..ঋষি
ভালো আছি রে 
সকালের সাথে, বিকেলের সাথে, এই রাত্রে
ভালো আছি রে জীবনের গান 
ভাঙা অভিমান 
তোর সাথে।
.
সকালের ঘুম, চায়ের ঠোঁট, কবিতার পাতা
ভালো আছি মুহুর্তের ছবি, মুহুর্তের ঘর 
মুহুর্তের কথা,
ভালো আছি ভিক্টোরিয়া,ভালো আছি শ্যাম বাজার 
ভালো আছি গড়ের মাঠ 
আমার ভালো থাকায় একাকার। 
.
ভালো আছি তবু ঘুম আসে না
ভালো আছি তবু রাত কাটে না
একের পর এক ছবি,একলা বাতিঘর 
বারান্দার ক্যাকটাস, জীবিত সিগারেট, মৃত আগুন 
তবু বুক পোড়ে,তবু মুখ পোড়ে না
আমার ভালো থাকার সিলসিলা চলতে থাকে
তবু সুখী আমি,মুখে হাসি ফোটে না। 
খবরের পাতা, একলা শহর
বিষাক্ত শীত, আজকের খবর
সব ভালো আছে, 
ভালো আছি আমি তবু বিশ্বাস কর 
চোখ বন্ধ রাখি ঠিকই
তবু ঘুম আসে না। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...