Wednesday, January 11, 2023

পরিব্রাজক

 পরিব্রাজক 

... ঋষি 

.

যন্ত্রনা 

.

আগুনে পোড়ানো স্বরতন্ত্র 

আগুনে পুড়ে যাওয়া অনধিকারগ্রস্থ কিছু পুঁজি 

এত সস্তায় সিগারেট বিকোয় এই শহরে 

অথচ  চিতাকাঠ এত দামি। 

.

চোখের জল 

.

অভিধান খুলে দেখেছি পাতার পর পাতা সমার্থক 

শুধু অর্থ পাই অন্য ভাষালিপিতে 

পাখির ঠোঁটে পাথর বেঁধে ঈশপের গল্পটা লিখবো একবার 

শরীরের জলের পরিমান কমাতে হবে। 

.

বাস্তব 

.

পারদে জ্বরের তাপমাত্রায় থার্মোমিটার ফাটবার জোগাড় 

সকলে যন্ত্রের দেশে নাগরিক আমরা ,

সংবিধানে দাহ হয়ে চলা অনুভূতির  শরীর 

আমরা শুধুই শরীর আর আমাদের দাহ্য মাত্রা। 

.

পথিক 

.

রাস্তা দিয়ে হেঁটে চলে যাওয়া হিউয়েন সাং 

আমরা শুধু সস্তায় পথ হাঁটি 

পাঁচ টাকায় খিদে পাওয়া বিস্কুট না ভালোবাসা 

উচ্চারণ নয় হজম করি। 

.

শরীর 

.

ভালো না খারাপ ,চিৎ হয়ে শুয়ে আছে অহংকার 

কাউকে বুঝতে চাওয়ার অমৃতসাধন 

আমরা শুধু শরীর নিয়ে খেলে চলেছি গোটা জীবন 

অথচ শরীরের নিভৃতে অন্য একটা শরীর রেখেছি।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...