Wednesday, January 11, 2023

পরিব্রাজক

 পরিব্রাজক 

... ঋষি 

.

যন্ত্রনা 

.

আগুনে পোড়ানো স্বরতন্ত্র 

আগুনে পুড়ে যাওয়া অনধিকারগ্রস্থ কিছু পুঁজি 

এত সস্তায় সিগারেট বিকোয় এই শহরে 

অথচ  চিতাকাঠ এত দামি। 

.

চোখের জল 

.

অভিধান খুলে দেখেছি পাতার পর পাতা সমার্থক 

শুধু অর্থ পাই অন্য ভাষালিপিতে 

পাখির ঠোঁটে পাথর বেঁধে ঈশপের গল্পটা লিখবো একবার 

শরীরের জলের পরিমান কমাতে হবে। 

.

বাস্তব 

.

পারদে জ্বরের তাপমাত্রায় থার্মোমিটার ফাটবার জোগাড় 

সকলে যন্ত্রের দেশে নাগরিক আমরা ,

সংবিধানে দাহ হয়ে চলা অনুভূতির  শরীর 

আমরা শুধুই শরীর আর আমাদের দাহ্য মাত্রা। 

.

পথিক 

.

রাস্তা দিয়ে হেঁটে চলে যাওয়া হিউয়েন সাং 

আমরা শুধু সস্তায় পথ হাঁটি 

পাঁচ টাকায় খিদে পাওয়া বিস্কুট না ভালোবাসা 

উচ্চারণ নয় হজম করি। 

.

শরীর 

.

ভালো না খারাপ ,চিৎ হয়ে শুয়ে আছে অহংকার 

কাউকে বুঝতে চাওয়ার অমৃতসাধন 

আমরা শুধু শরীর নিয়ে খেলে চলেছি গোটা জীবন 

অথচ শরীরের নিভৃতে অন্য একটা শরীর রেখেছি।

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...