Tuesday, February 14, 2023

ভালোবাসা (১)



 ভালোবাসা (১)

... ঋষি 


Love, relationship, rights, demands

                       I understand everything

But I don't understand the meaning of love......

.

ভালোবাসা একটা ড্রয়ার খোলে 

ভালোবাসা দরজা খোলে ,জানলা খোলে ,পোশাক খোলে 

খুলে ফেলে বুকের ধুকপুকের শেষ মাইলস্টোন ,

আপনি প্রেমিক ,আপনি স্বামী ,আপনি অধিকার

আপনি সমাজ ,আপনি সময় ,আপনি এটিএম  

আপনাকেও নিশ্চয় খুলতে হয় জানি ,আবার পরতেও হয় 

কিন্তু পোশাকের ভিতরও আপনার মুখোশটা ভীষণ কষ্টের,তাই না । 

..

প্লিজ উত্তরে তাকাবেন না হিমালয় আছে 

প্লিজ দক্ষিণে তাকাবেন না ভারতমহাসাগর আছে 

পর্বে তাকাবেন না বঙ্গোপসাগর আর পচ্ছিমেও না আরবসাগর 

আরে বুঝতে পারছেন না ,আপনার প্রেমিকা রাগ করবে ,

আপনি নিচেও তাকাতে পারবেন না 

ছিছি নিচে তাকাতে হয় 

আর উপরে প্লিজ একদম না অন্য মেয়ের বুকটুক 

সুতরাং চোখবন্ধ করুন 

দীর্ঘ নিশ্বাস নিন 

আপনি না যোগী। 

..

আরে ভালোবাসা হলো ঘোড়ার চোখের সেই সাপোর্টটা (ঠুলি ) 

শুধু সোজা তাকাতে হবে 

সে মনেই হোক ,বেঁচে থাকাতে  হোক ,সামাজিক হোক ,লজ্জা হোক ,

আপনি ভালোবেসে সমাজ জড়াতে পারবেন 

কিন্তু সময় না ,আকাশ না ,ভাবনা না 

কারণ দেওয়ালের ভিতরে আরেকটা পৃথিবী আছে সময়ের সংবিধানে লেখা। 

আপনি জীবনসঙ্গী নির্ধারণ করছেন 

আপনি সিঁদুর নির্বাচন করছেন 

আপনি পুরুষ নির্বাচন করছেন ,কিংবা নারী 

শুধু একটাই চান্স 

তারপর বাকিটা অসামাজিক। 

বুঝলেন মশাই ভালোবাসার ডিকশনারিতে বোধহয় কাদম্বরী শব্দটা নেই 

তাই বোধহয় কর্ণ সারাজীবন উপেক্ষিত 

সেই কারণেই বোধহয় কবি লেখেন 

"বেণীমাধব ,বেণীমাধব আগুন জ্বলে কই 

কেমন হবে, আমিও যদি নষ্ট মেয়ে হই?"

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...