প্রেমিকা শহর
... ঋষি
কলকাতা আমার প্রেমিকা শহর
এর রাজপথে হাঁটলে আকাশ দেখা যায় না ,
শুধু কুমন্ত্রণায় শুনতে পাই
এই শহরের মানুষের কারণ বাড়ার লোভ আর আকাশ কমার ।
সামনের ফুটপাথে রোজ নিয়ম করে বিক্রি হয় নকল কিছু আয়না
সে আয়নায় নারী ,পুরুষ নির্বিশেষে এক একটা কারণ
আর সেকারণে বাড়তে থাকে আমার প্রেমিকার নষ্ট হবার গল্প ।
.
এই শহর মানুষকে একলা হওয়ার পরামর্শ দেয়
কানের কাছে ফিসফিস করে সকলকে বলতে থাকে আমি তোমার নারী ,
অথচ এই শহরের গভীরে একটা চোখ আছে
আছে ভাষা ,
এই শহরের রিক্সাওয়ালারাও জানে
আরোহীর গন্তব্য বড় অস্থির এখানে।
.
কলকাতা শহর জানে এখানে কবিতারা জন্মায়
কারণ এখানে সমস্ত জন্মরা নিরাপত্তাহীন
কবিরা ঠিকানাহীন ,
কলকাতা শহর জানে এই শহরের ভিতরে অন্য এক অন্ধকার নারী আছে
যার সারা শরীর জুড়ে শুধুমাত্র অসংখ্য কালসিটে ,
এখানকার মানুষ বোঝে তার প্রেমিকার যন্ত্রনা
তাই তো এখানে মোমবাতি মিছিল ,অবাঞ্চিত সমাবেশ
কারণ নারী পাপিষ্ঠ হলে সমাজ উলঙ্গ হয়।
কলকাতার আমার প্রেমিকা শহর
অথচ এই শহরের যন্ত্রনা কোন বিচ্ছেদের থেকে কম না
কলকাতার সারা শরীর জুড়ে রুজিরোজগারের দৌড় ,হাজারো মেহফিল
তবে সবকিছুর কারণ ফুরিয়ে যায়
যখন অন্ধকার রাত্রে একলা ভালোবাসা তার প্রেমিকের হাত ধরে
No comments:
Post a Comment