Friday, February 3, 2023

সাঁইত্রিশমিনিট

 সাঁইত্রিশমিনিট 

... ঋষি 


গুনে গেঁথে সাঁইত্রিশ মিনিট 

আমি ২৪ ঘন্টার বাসে চেপে গন্তব্যে পৌঁছতে চাই 

সারাটা দিন কেটে যায় 

        রাত কাটে ,

অথচ ভোরের লালচে আলোতেও গন্তব্য অন্ধকারে দাঁড়িয়ে থাকে 

তার মাথায় সময়ের টুপি আর গায়ের গেঞ্জির রংটা সূর্যের। 

.

গুনে গেঁথে সাঁত্রিশে মিনিট 

সকালের চায়ের কাপে আজকাল খবরটা  শুনতে পাই 

ভালোবাসার মৃত্যু ঘটেছে  কাল রাতে ,

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভালোবাসাকে   পিষে চলে গেছে  ২৪ ঘন্টার বাসটা 

অথচ ভালোবাসার মৃত মুখে আজও একটা নিলজ্জ  হাসি লেগে 

কারণ তার  ভালোবাসা  আজও ভালোবাসার  মৃত্যুর খবরটা পাই নি

পাই নি ভালোবাসার কারণখুঁজে সূর্যের রং । 

.

গুনে গেঁথে সাঁত্রিশে মিনিট 

লোকটা চুপ করে শুনতে পায় একটাদিনের চলে যাওয়ার পায়ের  শব্দ ,

শুধু এতটুকু 

তার টিনের ঘরের  ছাদে দুটো শালিখ খেলা করে রোজ নিয়ম করে

     তবুও দিন কাটে    

     তারপর অন্য একটা দিনে নিয়মকরে।  

লোকটা আবার সারা রাতের পরে খুব সকালে ঘুম থেকে উঠে 

জানলা দিয়ে বাইরে তাকায় 

তার চোখের মনিতে ছায়া পরে আবারও একটা নষ্ট দিন

তখন কেন যেন দিন শব্দটা মিথ্যে হয়ে যায় 

মিথ্যে হয়ে যায় গন্তব্য 

যতটুকু থাকে সেটা  

            সেটা  যন্ত্রনা 

তবুও সাইত্রিশমিনিট কিংবা ২৪ ঘন্টা কোনোটাই ভালোবাসা নয় । 

 


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...